Relationship Controversy: বিয়ের আগেই প্রতারণা! প্রেমিক অভিষেকের সামনেই ঐশ্বর্যের ঠোঁটে ঠোঁট রাখা গভীর চুম্বন হৃত্বিককে

Aishwarya Rai Bachchan: সেই প্রথম পর্দায় লিপলকে ধরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু তিনি ঠোঁটে ঠোঁট রেখে গভীর রোম্যান্সের দৃশ্যে থাকলেন না অভিষেক।

| Edited By: | Updated on: Apr 20, 2022 | 2:36 PM
অভিষেক বচ্চনের সঙ্গে তখন সম্পর্কের জল্পনা তুঙ্গে। সুইজারল্যান্ডে মন দেওয়া নেওয়ার পর্ব তখন ইতি। একে অন্যের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে ক্লাউড নাইনে রয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই।

অভিষেক বচ্চনের সঙ্গে তখন সম্পর্কের জল্পনা তুঙ্গে। সুইজারল্যান্ডে মন দেওয়া নেওয়ার পর্ব তখন ইতি। একে অন্যের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে ক্লাউড নাইনে রয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই।

1 / 6
তখন হাতে একের পর এক ভাল ছবির কাজ। দুজনে পর পর ছবি করছেন একফ্রেমে। তারই মধ্যে অন্যতম ছবি হল ধুম ২। যেখানে মিঞা-বিবি দুজনেই ছিলেন উপস্থিত।

তখন হাতে একের পর এক ভাল ছবির কাজ। দুজনে পর পর ছবি করছেন একফ্রেমে। তারই মধ্যে অন্যতম ছবি হল ধুম ২। যেখানে মিঞা-বিবি দুজনেই ছিলেন উপস্থিত।

2 / 6
তবে ছবিতে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক দেখানো হয় হৃত্বিক রোশনের। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় সেই ছবির প্রতিটি ঘনিষ্ট দৃশ্য। সেই প্রথম পর্দায় লিপলকে ধরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

তবে ছবিতে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক দেখানো হয় হৃত্বিক রোশনের। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় সেই ছবির প্রতিটি ঘনিষ্ট দৃশ্য। সেই প্রথম পর্দায় লিপলকে ধরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

3 / 6
কিন্তু তিনি ঠোঁটে ঠোঁট রেখে গভীর রোম্যান্সের দৃশ্যে থাকলেন না অভিষেক। তাতেই ভাইরাল হয়ে উঠল খবর। চোখের সামনেই উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। যদিও এই প্রসঙ্গে তিনি কোনও মন্তব্যই করেননি।

কিন্তু তিনি ঠোঁটে ঠোঁট রেখে গভীর রোম্যান্সের দৃশ্যে থাকলেন না অভিষেক। তাতেই ভাইরাল হয়ে উঠল খবর। চোখের সামনেই উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। যদিও এই প্রসঙ্গে তিনি কোনও মন্তব্যই করেননি।

4 / 6
কেবল ধুম ২ নয়, হৃত্বিকের সঙ্গে জোট বেঁধে ঐশ্বর্য যোধা আকবর ছবিতেও অভিনয় করেছিলেন। সেখানেও তাঁদের রোম্যান্স সকলের নজর কেড়েছিল। ঝড়ের গতীতে সেই কেমিষ্ট্রি সকলের মনে জায়গা করে নিয়েছিল।

কেবল ধুম ২ নয়, হৃত্বিকের সঙ্গে জোট বেঁধে ঐশ্বর্য যোধা আকবর ছবিতেও অভিনয় করেছিলেন। সেখানেও তাঁদের রোম্যান্স সকলের নজর কেড়েছিল। ঝড়ের গতীতে সেই কেমিষ্ট্রি সকলের মনে জায়গা করে নিয়েছিল।

5 / 6
যদিও এরপর ঐশ্বর্যকে আর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে দেখা যায়নি। তিনি নিজেই জানিয়ে ছিলেন বেশ কিছুটা বিরতিতে থাকবেন। তবে বর্তমানে তা ভক্তদের কাছে বেজায় নিরাশ করা খবর। কারণ মাঝে একটা দুটো ছবি করেই নিজেকে আবারও সরিয়ে নিয়েছেন হৃত্বিক।

যদিও এরপর ঐশ্বর্যকে আর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে দেখা যায়নি। তিনি নিজেই জানিয়ে ছিলেন বেশ কিছুটা বিরতিতে থাকবেন। তবে বর্তমানে তা ভক্তদের কাছে বেজায় নিরাশ করা খবর। কারণ মাঝে একটা দুটো ছবি করেই নিজেকে আবারও সরিয়ে নিয়েছেন হৃত্বিক।

6 / 6
Follow Us: