Bangla News » Photo gallery » Ranbir kapoor or alia bhatt who said first sorry when issues occur in relationship
Alia-Ranbir Relation: বিয়ের একবছরের মধ্যেই বচসা? অভিমান মেটান কে রণবীর না আলিয়া?
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Mar 18, 2023 | 12:36 PM
Relationship: রণবীরের কথায়, প্রতিটা সম্পর্কের মতোই তাঁদের মধ্যে মাঝে-মাঝে সমস্যা দেখা দেয়। তবে সমাধানের প্রথম চেষ্টা কাকে করতে হয় জানেন?
Mar 18, 2023 | 12:36 PM
রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সকলের কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাঁদের। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা।
1 / 8
কাপুর পরিবার আলো করে রয়েছেন আলিয়া ভাট। নীতু কাপুরের কথায় আলিয়া আসার পরই পরিবার যেন পূর্ণ হয়েছে। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিজে সকলেই প্রথম থেকেই ছিলেন বেশ আশাবাদী।
2 / 8
একের পর এক মেয়ের মন ভেঙে প্রেমে পড়েছিলেন যে অভিনেতা, সেই রণবীর কাপুরই যে একদিন সংসার করবেন তা হয়তো অনেকেই মানতে পারেননি।
3 / 8
নিজেই করিনা কাপুরকে জানিয়েছিলেন রণবীর, তিনি প্রমাণ করতে চান তিনি একজন ভাল স্বামীও বটে। যদিও তাঁদের মধ্যে কোনও বচসা নেই এটা হতে পারে না। তা স্বীকারও করে নিলেন রণবীর।
4 / 8
তাঁর কথায়, প্রতিটা সম্পর্কের মতোই তাঁদের মধ্যে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। রণবীরের ওত ইগোর সমস্যা নেই। তিনি সে সব ভুলে প্রথম ক্ষমাটা নিজেই চেয়ে নেন আলিয়ার থেকে।
5 / 8
ভুল যারই হোক না কেন, সমস্যা মেটাতে প্রথম এগিয়ে আসেন খোদ রণবীর কাপুর। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।
6 / 8
রণবীর প্রতিটা মুহূর্তে তাঁর সন্তান, তাঁর পরিবারকে কতটা চোখে হারান, প্রমাণ মিলেছিল তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রচারের সময়। তখন দেখা গিয়েছিল রণবীর কাপুরকে বারে-বারে রাহার ও আলিয়ার প্রসঙ্গ তুলতে।
7 / 8
ফলে বলিউডের ক্যাসানোভা যে এখন দিব্যি সংসার করছেন তা এক কথায় বলাই বাহুল্য। চর্চিত রালিয়া জুটি এক কথায় বিটাউনের লাভবার্ড। কাজের থেকে এখন খানিক বিরতি নিয়ে রণবীর পরিবারকেই সময় দিতে চান।