Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Rishi Toxic Relatioship: বাবার অবাধ ‘যৌন’সঙ্গী! মায়ের সঙ্গে ডুকরে কাঁদতেন ছোট্ট রণবীর, মৃত্যুশয্যাতেও শান্তি পাননি ঋষি কাপুর

Rishi Kapoor Ill Treatment: দীর্ঘদিন মারণরোগ ক্যানসারে ভোগার পর অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণ ঘটে ২০২০ সালের ৩০ এপ্রিল। সেই সময় তিনি সম্পূর্ণভাবে পাশে পেয়েছিলেন পুত্র রণবীর কাপুর, স্ত্রী নিতু কাপুর, কন্যা ঋদ্ধিমা এবং হবু পুত্রবধূ (তৎকালীন) আলিয়া ভাটকে। কিন্তু এই ঋষি জীবনে এমন কিছু কাজ করেছিলেন, যার কুপ্রভাব পড়েছিল পরিবারের অনেকের উপরেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রণবীরের শৈশব।

| Edited By: | Updated on: Dec 09, 2023 | 11:43 AM
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিটি বাবা-পুত্রের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি। বাবার (ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর) প্রতি অতিরিক্ত ভালবাসা ফুটে উঠেছে ছবিতে।

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিটি বাবা-পুত্রের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি। বাবার (ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর) প্রতি অতিরিক্ত ভালবাসা ফুটে উঠেছে ছবিতে।

1 / 8
কিন্তু রণবীরের ব্যক্তি জীবনে বাবার ভূমিকা কতখানি? মা নিতু কাপুরের ভূমিকা যে অনেকটাই এবং মায়ের প্রতি রণবীর কতখানি অনুগত তা সকলেই জানেন।

কিন্তু রণবীরের ব্যক্তি জীবনে বাবার ভূমিকা কতখানি? মা নিতু কাপুরের ভূমিকা যে অনেকটাই এবং মায়ের প্রতি রণবীর কতখানি অনুগত তা সকলেই জানেন।

2 / 8
ছোট বাচ্চাদের কাছে বাবাই হন প্রথম হিরো। কিন্তু দুর্ভাগ্যবশত, রণবীর তাঁর প্রথম হিরোকে চিনতেই পারেননি ছোটবেলায়।

ছোট বাচ্চাদের কাছে বাবাই হন প্রথম হিরো। কিন্তু দুর্ভাগ্যবশত, রণবীর তাঁর প্রথম হিরোকে চিনতেই পারেননি ছোটবেলায়।

3 / 8
হিরো তো ননই, বরং ঋষিই ছিলেন ছোট্ট রণবীরের জীবনের প্রথম ভিলেন। বাবা-ছেলের সম্পর্ক এক্কেবারেই ভাল ছিল না শুরুতে। বাবাকে নিজের জীবনের শত্রু ভাবতেন রণবীর।

হিরো তো ননই, বরং ঋষিই ছিলেন ছোট্ট রণবীরের জীবনের প্রথম ভিলেন। বাবা-ছেলের সম্পর্ক এক্কেবারেই ভাল ছিল না শুরুতে। বাবাকে নিজের জীবনের শত্রু ভাবতেন রণবীর।

4 / 8
বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যায়, ছেলেবেলায় নাকি বাবাকে এক্কেবারেই পাননি রণবীর। বাবা হিসেবে নিজের কোনও দায়িত্বই নাকি পূরণ করতেন না ঋষি। নিজের ভাললাগা, মন্দলাগা নিয়েই মত্ত থাকতেন তিনি।

বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যায়, ছেলেবেলায় নাকি বাবাকে এক্কেবারেই পাননি রণবীর। বাবা হিসেবে নিজের কোনও দায়িত্বই নাকি পূরণ করতেন না ঋষি। নিজের ভাললাগা, মন্দলাগা নিয়েই মত্ত থাকতেন তিনি।

5 / 8
রণবীর যখন খুব ছোট, সেই সময় দেখতেন বাবা ঋষির জীবনে প্রচুর নারী। তাঁদের সঙ্গে দিনের পর-দিন রাত কাটাতেন ঋষি। মা নিতু অবহেলায় পড়ে থাকতেন বাড়িতে। নিজের চোখে মায়ের কান্না দেখে বড় হয়েছেন রণবীর।

রণবীর যখন খুব ছোট, সেই সময় দেখতেন বাবা ঋষির জীবনে প্রচুর নারী। তাঁদের সঙ্গে দিনের পর-দিন রাত কাটাতেন ঋষি। মা নিতু অবহেলায় পড়ে থাকতেন বাড়িতে। নিজের চোখে মায়ের কান্না দেখে বড় হয়েছেন রণবীর।

6 / 8
বাবার 'নোংরা' জীবনের ছায়া যাতে ছেলের উপর কু-প্রভাব না ফেলেন, তাই তাঁকে নিজের কাছে আগলে রাখতেন তিনি। এবং সেই কারণেই মায়ের সঙ্গে নির্ভরতার জায়গা তৈরি হয় রণবীরের।

বাবার 'নোংরা' জীবনের ছায়া যাতে ছেলের উপর কু-প্রভাব না ফেলেন, তাই তাঁকে নিজের কাছে আগলে রাখতেন তিনি। এবং সেই কারণেই মায়ের সঙ্গে নির্ভরতার জায়গা তৈরি হয় রণবীরের।

7 / 8
তবে রণবীর বড় হওয়ার পর, সবটাই পাল্টে যায় বাবা-ছেলের মধ্যে। প্রকাশ্যেই ছেলেকে স্নেহ দেখাতে শুরু করেন ঋষি। জীবনের শেষবেলাতেও রণবীরের প্রতি তাঁর অন্যায়ের অনুতাপ প্রকাশ করেছিলেন তিনি।

তবে রণবীর বড় হওয়ার পর, সবটাই পাল্টে যায় বাবা-ছেলের মধ্যে। প্রকাশ্যেই ছেলেকে স্নেহ দেখাতে শুরু করেন ঋষি। জীবনের শেষবেলাতেও রণবীরের প্রতি তাঁর অন্যায়ের অনুতাপ প্রকাশ করেছিলেন তিনি।

8 / 8
Follow Us: