
ভারতের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং ইন্সটাগ্রামে তাঁর বোন নেহা সিংয়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায় নেহা কেকেআরের তারকাকে রাখি পরাচ্ছেন। ছবির ক্যাপশনে রিঙ্কু লেখেন, 'শুভ রাখিবন্ধন বোন।' (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার দীপক চাহারকে রাখি পরিয়েছেন তাঁর বোন মালতি চাহার। নিজের ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করে মালতি লিখেছেন, 'তোমাকে ছাড়া এই বিশ্বটা বোরিং। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের বন্ডটা একই রয়ে গিয়েছে।' (ছবি-মালতি চাহার ইন্সটাগ্রাম)

ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম স্টোরিতে তিনটি ছবি শেয়ার করেছেন। তার প্রথম ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'শুভ রাখিবন্ধন আমার বোনকে এবং অঙ্গদের পিসিকে।' (ছবি-জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম)

এই ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়ে ভারতের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা লেখেন, 'আমার ছোটবোন এবং অঙ্গদের ছোট পিসিকে জানাই শুভ রাখিবন্ধন।' (ছবি-জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম)

দুই বোনের সঙ্গে ছবি দেওয়ার পর তৃতীয় ছবিটিতে জসপ্রীত বুমরা তাঁর সবচেয়ে ছোট্ট বোনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। সেখানে লেখেন, 'আশানাকে জানাই রাখিবন্ধনের শুভেচ্ছা। এটা অঙ্গদের সবচেয়ে ছোট পিসি।' (ছবি-জসপ্রীত বুমরা ইন্সটাগ্রাম)

দেশের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর ছেলেবেলার এবং বড় হওয়ার পর বোনেদের সঙ্গে বেশ কিছু মুহূর্ত তুলে ধরেছেন। (ছবি-যুবরাজ সিং ইন্সটাগ্রাম)

ভারতের বর্তমান টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের বোনকে দেখা গিয়েছে দাদার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করতে। স্কাই যে বোন দিনালের সঙ্গে বেশ খুনসুটি করেন, তা বলে দেয় তাঁদের ছবিই। (ছবি-দিনাল যাদব ইন্সটাগ্রাম)

ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান কোচ গৌতম গম্ভীর তাঁর এক্স হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তাঁর দুই মেয়ে রাখি পালন করছে। (ছবি-গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেল)