৬.৬ ফিট উচ্চতা, বলিউডের কোন তারকা পুত্রের জুতো আসে বিদেশ থেকে?

Ronit Roy: রণিত রায়ের দুই সন্তান। একটি মেয়েও রয়েছে তাঁর। তবে ছেলেকে নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন মাঝে মধ্যে। আর নানাবিধ মন্তব্যের মুখোমুখি হতে চায় না বলেই খুব একটা প্রকাশ্যে আসতে চায় না অগস্ত্য।

| Updated on: Jan 22, 2024 | 4:51 PM
রণিত রায়। টেলিভিশন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি একটা সময়। মাঝে মধ্যেই বড়পর্দা থেকে ওটিটি-তে এখনও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে চলেছেন।

রণিত রায়। টেলিভিশন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি একটা সময়। মাঝে মধ্যেই বড়পর্দা থেকে ওটিটি-তে এখনও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে চলেছেন।

1 / 8
বয়স যেন থমকে গিয়েছে অভিনেতার। আজও কোনও অনুষ্ঠানে আসলে তাঁর উপস্থিতি সকলকে তাক লাগায়। তবে গুমরাহ সিরিজের স্ক্রিনিং-এ তেমনটা হল না।

বয়স যেন থমকে গিয়েছে অভিনেতার। আজও কোনও অনুষ্ঠানে আসলে তাঁর উপস্থিতি সকলকে তাক লাগায়। তবে গুমরাহ সিরিজের স্ক্রিনিং-এ তেমনটা হল না।

2 / 8
এদিন তাঁর ওপর থেকে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়োছিলেন অন্য কেউ। কে তিনি জানেন? খোদ রণিত রায়ের পুত্র। নাম অগস্ত্য। সেদিন সন্ধ্যায় রণিতের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী নীলমও।

এদিন তাঁর ওপর থেকে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়োছিলেন অন্য কেউ। কে তিনি জানেন? খোদ রণিত রায়ের পুত্র। নাম অগস্ত্য। সেদিন সন্ধ্যায় রণিতের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী নীলমও।

3 / 8
প্রাথমিকভাবে অগস্ত্যকে দেখে অনেকেই মন্তব্য করেছিলেন তিনি বিশেষ ভাবে সক্ষম। কেন জানেন, তাঁর উচ্চতা। উচ্চতা ৬.৬ ফিট। রণিত রায় তার প্রতিবার করেছিলেন।

প্রাথমিকভাবে অগস্ত্যকে দেখে অনেকেই মন্তব্য করেছিলেন তিনি বিশেষ ভাবে সক্ষম। কেন জানেন, তাঁর উচ্চতা। উচ্চতা ৬.৬ ফিট। রণিত রায় তার প্রতিবার করেছিলেন।

4 / 8
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ''আমার পুত্র বিশেষভাবে সক্ষম নয়। একটু বেশি লম্বা। ৬.৬ ফিট। ও এই উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ও একটু বেশি লাজুক। ''

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ''আমার পুত্র বিশেষভাবে সক্ষম নয়। একটু বেশি লম্বা। ৬.৬ ফিট। ও এই উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ও একটু বেশি লাজুক। ''

5 / 8
জানেন এই অগস্ত্যর জুতো আসে বিদেশ থেকে। একবার অগস্ত্য নিজের উচচতা সম্পর্কে মন্তব্য করেছিলেন, ''হম আমি ৬.৬ ফিট, তবে আমি বাস্কেটবল খেলি না।''

জানেন এই অগস্ত্যর জুতো আসে বিদেশ থেকে। একবার অগস্ত্য নিজের উচচতা সম্পর্কে মন্তব্য করেছিলেন, ''হম আমি ৬.৬ ফিট, তবে আমি বাস্কেটবল খেলি না।''

6 / 8
রণতি প্রথম থেকেই অগস্ত্যর উচ্চতা নিয়ে বিশেষ সচেতন। অগস্ত্যর বয়স মাত্র ১৫। তিনি একবার বলেছিলেন, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যে বা যাঁর ওর সুবিধে অসুবিধেগুলো বুঝতে পারেন।

রণতি প্রথম থেকেই অগস্ত্যর উচ্চতা নিয়ে বিশেষ সচেতন। অগস্ত্যর বয়স মাত্র ১৫। তিনি একবার বলেছিলেন, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যে বা যাঁর ওর সুবিধে অসুবিধেগুলো বুঝতে পারেন।

7 / 8
প্রসঙ্গত রণিত রায়ের দুই সন্তান। একটি মেয়েও রয়েছে তাঁর। তবে ছেলেকে নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন মাঝে মধ্যে। আর নানাবিধ মন্তব্যের মুখোমুখি হতে চায় না বলেই খুব একটা প্রকাশ্যে আসতে চায় না অগস্ত্য।

প্রসঙ্গত রণিত রায়ের দুই সন্তান। একটি মেয়েও রয়েছে তাঁর। তবে ছেলেকে নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন মাঝে মধ্যে। আর নানাবিধ মন্তব্যের মুখোমুখি হতে চায় না বলেই খুব একটা প্রকাশ্যে আসতে চায় না অগস্ত্য।

8 / 8
Follow Us: