অভিনবের সঙ্গে গোয়ার সি-বিচে একান্তে… পাহাড়ি মেয়ে রুবিনা

ফাঁক পেতেই স্বামী অভিনবের সঙ্গে গোয়া উড়ে গেলেন তিনি।

| Edited By: | Updated on: Aug 06, 2021 | 7:10 PM
রুবিনা দিলায়েক, বিগবস বিজেতা ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। জন্মেছেন হিমাচল প্রদেশে। কিন্তু ভালবাসেন সমুদ্র। ফাঁক পেতেই স্বামী অভিনবের সঙ্গে গোয়া উড়ে গেলেন তিনি।

রুবিনা দিলায়েক, বিগবস বিজেতা ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। জন্মেছেন হিমাচল প্রদেশে। কিন্তু ভালবাসেন সমুদ্র। ফাঁক পেতেই স্বামী অভিনবের সঙ্গে গোয়া উড়ে গেলেন তিনি।

1 / 6
সি-বিচ আর মনোকিনিতে তিনি উজ্জ্বল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিনবও। হাতে ঝুলতে দেখা গেল মাস্কও।

সি-বিচ আর মনোকিনিতে তিনি উজ্জ্বল। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিনবও। হাতে ঝুলতে দেখা গেল মাস্কও।

2 / 6
ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন রুবিনা। লিখেছেন, "আমি পাহাড়ি মেয়ে, কিন্তু বিচে গেলে ক্রেজি হয়ে যাই...'।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন রুবিনা। লিখেছেন, "আমি পাহাড়ি মেয়ে, কিন্তু বিচে গেলে ক্রেজি হয়ে যাই...'।

3 / 6
২০১৮ সালে অভিনবের সঙ্গে বিয়ে হয় রুবিনার। বিয়ের তিন বছরের মধ্যেই অশান্তি। গত বছর নভেম্বরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিগবসের বাড়ি সব হিসেব উল্টে দেয়।

২০১৮ সালে অভিনবের সঙ্গে বিয়ে হয় রুবিনার। বিয়ের তিন বছরের মধ্যেই অশান্তি। গত বছর নভেম্বরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিগবসের বাড়ি সব হিসেব উল্টে দেয়।

4 / 6
একসঙ্গে অতদিন সময় কাটিয়ে আবারও দুজন দুজনের নতুন করে প্রেমে পড়েন রুবিনা ও অভিনব।

একসঙ্গে অতদিন সময় কাটিয়ে আবারও দুজন দুজনের নতুন করে প্রেমে পড়েন রুবিনা ও অভিনব।

5 / 6
বিগবসের পরেও তাঁদের সেই বন্ধুত্ব-প্রেম অটুট রয়েছে। বিচ্ছেদ নয় গোয়ায় প্রেমে উথালপাথাল ওঁদের ছোট্ট পৃথিবী।

বিগবসের পরেও তাঁদের সেই বন্ধুত্ব-প্রেম অটুট রয়েছে। বিচ্ছেদ নয় গোয়ায় প্রেমে উথালপাথাল ওঁদের ছোট্ট পৃথিবী।

6 / 6
Follow Us: