AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Box office Clash: স্বভাবের অমিল তাই একফ্রেমে নয়, মুখোমুখি টক্করে রাজি শাহরুখ-অক্ষয়

Movie 2023: দুই বিগ বাজেট বিগ স্টারের ছবি মুখোমুখি টক্করে সামিল হবে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে। একই সময় মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি বরে মিয়া ছোটে মিয়া সঙ্গে ডানকি।

| Edited By: | Updated on: Apr 19, 2022 | 7:34 PM
Share
করোনার জেরে দীর্ঘ অপেক্ষা, পরিস্থিতি স্বাভাবিক হতেই একের পর এক স্টার ঝাঁপিয়ে পড়েছেন ছবির কাজ নিয়ে। সেই তালিকাতে নাম লিখিয়েছেন শাহরুখ খান, ছবির কাজ শুরু তবে মুক্তির তালিকাতে চোখ রেখেই অবাক ভক্তমহল।

করোনার জেরে দীর্ঘ অপেক্ষা, পরিস্থিতি স্বাভাবিক হতেই একের পর এক স্টার ঝাঁপিয়ে পড়েছেন ছবির কাজ নিয়ে। সেই তালিকাতে নাম লিখিয়েছেন শাহরুখ খান, ছবির কাজ শুরু তবে মুক্তির তালিকাতে চোখ রেখেই অবাক ভক্তমহল।

1 / 6
দুই বিগ বাজেট বিগ স্টারের ছবি মুখোমুখি টক্করে সামিল হবে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে। একই সময় মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি বরে মিয়া ছোটে মিয়া।

দুই বিগ বাজেট বিগ স্টারের ছবি মুখোমুখি টক্করে সামিল হবে আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে। একই সময় মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি বরে মিয়া ছোটে মিয়া।

2 / 6
এবার শাহরুখ খানের ছবি ডানকি মুক্তির দিন সামনে আসতেই বিষয়টা নজরে আসে সকলের। এক সময় শাহরুখ খান নিজেই জানিয়ে ছিলেন, যে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ছবি করতে পারবেন না।

এবার শাহরুখ খানের ছবি ডানকি মুক্তির দিন সামনে আসতেই বিষয়টা নজরে আসে সকলের। এক সময় শাহরুখ খান নিজেই জানিয়ে ছিলেন, যে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ছবি করতে পারবেন না।

3 / 6
কারণ তিনি অক্ষয়ের মত ঘড়ি ধরে চলতে পারেন না। তিনি যখন ঘুমতে যান, তখন অক্ষয় কুমার ঘুম থেকে ওঠেন। এতেই সমস্যা, তাই বলে মুখোমুখি টক্কর! একদিকে কিং খান, বিপরীতে অ্যাকশন বুস্টার ছবিতে অক্ষয়-টাইগার।

কারণ তিনি অক্ষয়ের মত ঘড়ি ধরে চলতে পারেন না। তিনি যখন ঘুমতে যান, তখন অক্ষয় কুমার ঘুম থেকে ওঠেন। এতেই সমস্যা, তাই বলে মুখোমুখি টক্কর! একদিকে কিং খান, বিপরীতে অ্যাকশন বুস্টার ছবিতে অক্ষয়-টাইগার।

4 / 6
শাহরুখ খান কোথাও গিয়ে যেন এবার বড়সড় টক্কর নিলেন বি-টাউনে। তিনি বেছে নিলেন কমেডি ছবি। যেখানে অ্যাকশনের কোনও জায়গা নেই। কিন্তু টাইগার আর অক্ষয় কুমারের অ্যাকশনের চমক ইতিমধ্যেই দেখেছে ভক্তমহল।

শাহরুখ খান কোথাও গিয়ে যেন এবার বড়সড় টক্কর নিলেন বি-টাউনে। তিনি বেছে নিলেন কমেডি ছবি। যেখানে অ্যাকশনের কোনও জায়গা নেই। কিন্তু টাইগার আর অক্ষয় কুমারের অ্যাকশনের চমক ইতিমধ্যেই দেখেছে ভক্তমহল।

5 / 6
ফলে বড়দিনে বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন তিন স্টার। এখন দেখার বক্স অফিসে কার দৌর কত দূর!

ফলে বড়দিনে বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন তিন স্টার। এখন দেখার বক্স অফিসে কার দৌর কত দূর!

6 / 6