Shah Rukh Khan Gossip: পকেটে মোটা অঙ্কের টাকা, চুক্তির জন্যই শাহরুখ নিজের অমতে কী করতে বাধ্য হয়েছিলেন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: May 14, 2022 | 9:14 AM

Shah Rukh Khan: শাহরুখ খানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। নিজের অপছন্দের কথা জানাতে না জানাতেই তা হয়ে যায় রিজেক্ট। বিষয়টা ঠিক কেমন! শাহরুখ খান খুব মুডি।

May 14, 2022 | 9:14 AM
Shah Rukh Khan Gossip: পকেটে মোটা অঙ্কের টাকা, চুক্তির জন্যই শাহরুখ নিজের অমতে কী করতে বাধ্য হয়েছিলেন

1 / 6
বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।

বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।

2 / 6
তিনি নিজের মতামত রাখতে পছন্দ করেন। কিন্তু একবার সেই মত খাটেনি। ছবির নাম কুচ কুচ হোতা হ্যায়। এই ছবির ক্ষেত্রে শাহরুখ খান জানিয়েছিলেন যে তিনি টাইট পোশাক পরবেন না।

তিনি নিজের মতামত রাখতে পছন্দ করেন। কিন্তু একবার সেই মত খাটেনি। ছবির নাম কুচ কুচ হোতা হ্যায়। এই ছবির ক্ষেত্রে শাহরুখ খান জানিয়েছিলেন যে তিনি টাইট পোশাক পরবেন না।

3 / 6
টাইট জিন্স তাঁর পছন্দের নয়। তাই তিনি তা পরতে ইচ্ছুক নন। তবে রাহুল চরিত্রটি ঠিত তেমনই এক পোশাকে বিশ্বাসী। যার ফলে শাহরু খানের বেশ সমস্যা হচ্ছিল।

টাইট জিন্স তাঁর পছন্দের নয়। তাই তিনি তা পরতে ইচ্ছুক নন। তবে রাহুল চরিত্রটি ঠিত তেমনই এক পোশাকে বিশ্বাসী। যার ফলে শাহরু খানের বেশ সমস্যা হচ্ছিল।

4 / 6
কিন্তু কিছু করার ছিল না সেই মুহূর্তে। শর্ত অনুযায়ী তেমনই পোশাক পরতে হত তাঁকে। আর তাই করণ জোহার কোনও ছাড় দেননি কিং খানকে।

কিন্তু কিছু করার ছিল না সেই মুহূর্তে। শর্ত অনুযায়ী তেমনই পোশাক পরতে হত তাঁকে। আর তাই করণ জোহার কোনও ছাড় দেননি কিং খানকে।

5 / 6
সেই আক্ষেপের কথা একটি ভিডিয়োতে শেয়ার করেছিলেন কিং খান। জানিয়েছিলেন, তিনি ঠিক কেন এই ছবি নিয়ে প্রথমটায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।

সেই আক্ষেপের কথা একটি ভিডিয়োতে শেয়ার করেছিলেন কিং খান। জানিয়েছিলেন, তিনি ঠিক কেন এই ছবি নিয়ে প্রথমটায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla