Bangla News » Photo gallery » Shah rukh khan once gives objection on his costume but no one consider him
Shah Rukh Khan Gossip: পকেটে মোটা অঙ্কের টাকা, চুক্তির জন্যই শাহরুখ নিজের অমতে কী করতে বাধ্য হয়েছিলেন
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: May 14, 2022 | 9:14 AM
Shah Rukh Khan: শাহরুখ খানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। নিজের অপছন্দের কথা জানাতে না জানাতেই তা হয়ে যায় রিজেক্ট। বিষয়টা ঠিক কেমন! শাহরুখ খান খুব মুডি।
May 14, 2022 | 9:14 AM
1 / 6
বিছানার তলায় থাকা খুচরো টাকা খুঁজে খুঁজে বের করতে হয়েছিল। যা জমিয়ে জমিয়ে স্কুলের মাইনে দিতে পেরেছিলেন, এবং ফেরাতে পেরেছিলেন শাহরুখকে স্কুলে।
2 / 6
তিনি নিজের মতামত রাখতে পছন্দ করেন। কিন্তু একবার সেই মত খাটেনি। ছবির নাম কুচ কুচ হোতা হ্যায়। এই ছবির ক্ষেত্রে শাহরুখ খান জানিয়েছিলেন যে তিনি টাইট পোশাক পরবেন না।
3 / 6
টাইট জিন্স তাঁর পছন্দের নয়। তাই তিনি তা পরতে ইচ্ছুক নন। তবে রাহুল চরিত্রটি ঠিত তেমনই এক পোশাকে বিশ্বাসী। যার ফলে শাহরু খানের বেশ সমস্যা হচ্ছিল।
4 / 6
কিন্তু কিছু করার ছিল না সেই মুহূর্তে। শর্ত অনুযায়ী তেমনই পোশাক পরতে হত তাঁকে। আর তাই করণ জোহার কোনও ছাড় দেননি কিং খানকে।
5 / 6
সেই আক্ষেপের কথা একটি ভিডিয়োতে শেয়ার করেছিলেন কিং খান। জানিয়েছিলেন, তিনি ঠিক কেন এই ছবি নিয়ে প্রথমটায় অসন্তোষ প্রকাশ করেছিলেন।