Bangla News » Photo gallery » Somy Ali deletes post after accusing Salman Khan of physical abuse
Salman Khan Scandal: ‘কাপুরুষ, তোমার সিগারেটের ছ্যাঁকাকে ভয় পাই না’, সলমনের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Updated on: Dec 01, 2022 | 9:18 PM
Somy Ali: সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা। আনলেন কিছু গুরুতর অভিযোগ। গায়ে সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে সোডোমি-- সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তিনি।
Dec 01, 2022 | 9:18 PM
সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা। আনলেন কিছু গুরুতর অভিযোগ। গায়ে সিগারেটের ছ্যাঁকা থেকে শুরু করে সোডোমি-- সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তিনি।
1 / 5
প্রাক্তন প্রেমিকার নাম সোমি আলি। প্রায় নয় বছর ভাইজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সোমি নিজের ও সলমনের এক ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে লেখেন, "তুমি ভীরু, কাপুরুষ। আইন দেখিও না। তোমার ওই সিগারেটের ছ্যাঁকা, মানসিক ও শারীরিক নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমার পাশে ৫০ জন আইনজীবী রয়েছেন"
2 / 5
এখানেই থামেননি তিনি তাঁর অভিযোগ, সলমন খান পুরুষতন্ত্রে ধ্বজাধারী। এমনকি তাঁর বিরুদ্ধে সোমি এনেছেন মারধরের অভিযোগও। যে সব অভিনেত্রী এর পরেও সলমনের পাশে দাঁড়ান তাঁদেরো ধিক্কার জানিয়েছেন সোমি।
3 / 5
এরই পাশাপাশি সোমি জানিয়েছেন সলমনের সঙ্গে তাঁর যুদ্ধ শুরু। তবে এই সব অভিযোগ লেখার অব্যবহিত পরে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট মুছে দেন তিনি। কেন তিনি পোস্ট লিখলেন, কেনই বা মুছে দিলেন তা এখনও ধোঁয়াশা।
4 / 5
ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সলমন খান, তবে তাঁর সোমির এই সব গুরুতর অভিযোগে আপাতত বলিউডের হাওয়া বেশ গরম।