AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitrishna Kundu: বাথটবে শুয়ে মিঠাই, শরীর ঢাকা গোলাপের পাঁপড়িতে, রইল একগুচ্ছ ছবি

Soumitrishna Kundu: সৌমিতৃষা কুন্ডু, ওরফে মিঠাই--- তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। এবার সম্পূর্ণ ছকভাঙা ফটোশুটে ডিসেম্বরকে স্বাগত জানালেন তিনি। যা দেখে অবাক তাঁর ভক্তরাও।

| Edited By: | Updated on: Dec 01, 2022 | 8:41 PM
Share
সৌমিতৃষা কুন্ডু, ওরফে মিঠাই--- তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। এবার সম্পূর্ণ ছকভাঙা ফটোশুটে ডিসেম্বরকে স্বাগত জানালেন তিনি। যা দেখে অবাক তাঁর ভক্তরাও।

সৌমিতৃষা কুন্ডু, ওরফে মিঠাই--- তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। এবার সম্পূর্ণ ছকভাঙা ফটোশুটে ডিসেম্বরকে স্বাগত জানালেন তিনি। যা দেখে অবাক তাঁর ভক্তরাও।

1 / 5
পাহাড়ের কোলে দুধসাদা বাথটব। আর সেই বাথটবেই শায়িত রয়েছেন অভিনেত্রী। পরেছেন সাদা পোশাক। দূরে পাহাড় বড়ই আবছা।

পাহাড়ের কোলে দুধসাদা বাথটব। আর সেই বাথটবেই শায়িত রয়েছেন অভিনেত্রী। পরেছেন সাদা পোশাক। দূরে পাহাড় বড়ই আবছা।

2 / 5
গায়ের উপর ছড়ানো রয়েছে গোলাপের পাঁপড়ি। ক্যাপশনে মিঠাই লিখেছেন, "হে ডিসেম্বর, আমার প্রতি দয়ালু থেকো।" ডিসেম্বর তাঁর প্রতি কতটা সদয় হবে তা তো সময়েই বলবে তবে ভক্তরা মিঠাইকে এভাবে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা।

গায়ের উপর ছড়ানো রয়েছে গোলাপের পাঁপড়ি। ক্যাপশনে মিঠাই লিখেছেন, "হে ডিসেম্বর, আমার প্রতি দয়ালু থেকো।" ডিসেম্বর তাঁর প্রতি কতটা সদয় হবে তা তো সময়েই বলবে তবে ভক্তরা মিঠাইকে এভাবে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতা।

3 / 5
এই মুহূর্তে তিনি ধারাবাহিকে মিঠাই নন, মিঠি হয়ে ফিরে এসেছেন দর্শকের সামনে। শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যাবে ওই ধারাবাহিক।

এই মুহূর্তে তিনি ধারাবাহিকে মিঠাই নন, মিঠি হয়ে ফিরে এসেছেন দর্শকের সামনে। শোনা গিয়েছিল খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যাবে ওই ধারাবাহিক।

4 / 5
তবে প্লট পরিবর্তনের কারণে হারানো জায়গা আগের থেকে অনেকটাই ফিরে পেয়েছে টিম মিঠাই, আগামীদিনে কী হয়ে তা তো বলবে সময়।

তবে প্লট পরিবর্তনের কারণে হারানো জায়গা আগের থেকে অনেকটাই ফিরে পেয়েছে টিম মিঠাই, আগামীদিনে কী হয়ে তা তো বলবে সময়।

5 / 5