২০২৩ সালের রোহিত শর্মার নেতৃত্বে ভারত ওডিআই বিশ্বকাপ হাতছাড়া করেছিল। ২০২৫ সালে অন্য এক আইসিসি ট্রফি ভারতকে উপহার দিলেন ক্যাপ্টেন রোহিত। সেটা হল চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের ফর্ম্যাটের খেলা এটি।
দুবাইতে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ৬ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় মেন ইন ব্লুর।
এ বারের মিনি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে তিন তারকা রয়েছেন, যাঁরা একটি ম্যাচও না খেলে হয়েছেন চ্যাম্পিয়ন। এই তালিকায় প্রথমেই বলতে হয় ঋষভ পন্থের নাম।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ঋষভ পন্থ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও তিনি খেলার সুযোগ পাননি। তাঁকে টেক্কা দিয়ে একাদশে উইকেটকিপার-ব্যাটারের ভূমিকা পালন করেছেন লোকেশ রাহুল।
ঋষভ পন্থ ছাড়া মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বেঞ্চে বসে কাটিয়েছেন অর্শদীপ সিং। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ স্কোয়াডে না থাকার ফলে মনে করা হচ্ছিল অর্শদীপ সুযোগ পাবেন। তেমনটা হয়নি।
বয়স অর্শদীপের মাত্র ২৬। এরই মধ্যে তিনি টি-২০ বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যও তিনি। পুরুষদের আন্তর্জাতিক টি-২০-তে ভারতের সর্বাধিক উইকেটশিকারী তিনি। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তিনি যুগ্ম সর্বাধিক উইকেটশিকারী বোলার তিনি।
টুর্নামেন্ট জুড়ে ভারতের স্পিনারদের নিয়ে নানা আলোচনা হয়েছে। প্রশ্ন উঠছিল স্পিনারদের ভূমিকা নিয়ে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওই সিদ্ধান্ত দলের পক্ষেই গিয়েছে। অন্য স্পিনাররা সুযোগ পেলেও ওয়াশিংটন সুন্দর খেলতে পারেননি।
কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীরা টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করেছিলেন। যে কারণে শিঁকে ছেড়েনি ওয়াশিংটন সুন্দরের।