IND vs AUS, BGT: অ্যাডিলেডে অগ্নিপরীক্ষার আগে নজরে পিঙ্ক বল টেস্টে ভারতের রিপোর্ট কার্ড

Dec 04, 2024 | 7:40 PM

India vs Australia, Pink Ball Test: অ্যাডিলেড ওভালে ৬ ডিসেম্বর বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ। পারথ টেস্ট জিতে ৫ টেস্টের সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ দিন-রাতের। তা হবে গোলাপি বলে। তার আগে এক ঝলকে দেখে নিন অতীতে পিঙ্ক বলে ভারতের পারফরম্যান্স কেমন।

1 / 8
২০১৯ সাল থেকে টিম ইন্ডিয়া ২০২২ সাল অবধি মোট ৪টি গোলাপি বল টেস্ট ম্যাচ খেলেছে। শুরুটা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ইডেনে সেই ম্যাচে টিম ইন্ডিয়া ২০১৯ সালে এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল।

২০১৯ সাল থেকে টিম ইন্ডিয়া ২০২২ সাল অবধি মোট ৪টি গোলাপি বল টেস্ট ম্যাচ খেলেছে। শুরুটা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। ইডেনে সেই ম্যাচে টিম ইন্ডিয়া ২০১৯ সালে এক ইনিংস ও ৪৬ রানে জিতেছিল।

2 / 8
২০২০ সালে অ্যাডিলেডে ভারতীয় টিম দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট খেলেছিল। তাতে অজিরা ৮ উইকেটে জিতেছিল সেই ম্যাচ।

২০২০ সালে অ্যাডিলেডে ভারতীয় টিম দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট খেলেছিল। তাতে অজিরা ৮ উইকেটে জিতেছিল সেই ম্যাচ।

3 / 8
২০২১ সালে আমেদাবাদে ইংলিশব্রিগেডের বিরুদ্ধে তৃতীয় গোলাপি বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া। তাতে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারায় ভারত।

২০২১ সালে আমেদাবাদে ইংলিশব্রিগেডের বিরুদ্ধে তৃতীয় গোলাপি বল টেস্ট খেলে টিম ইন্ডিয়া। তাতে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারায় ভারত।

4 / 8
২০২২ সালে বেঙ্গালুরুতে ভারতীয় টিম চতুর্থ পিঙ্ক বল টেস্ট খেলেছিল। সে বার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচ ভারত ২৩৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল।

২০২২ সালে বেঙ্গালুরুতে ভারতীয় টিম চতুর্থ পিঙ্ক বল টেস্ট খেলেছিল। সে বার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচ ভারত ২৩৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল।

5 / 8
দিন-রাতের টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। ৪টি দিন-রাতের টেস্টে তিনি ৪৬.১৬ গড়ে ২৭৭ রান করেছেন।

দিন-রাতের টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। ৪টি দিন-রাতের টেস্টে তিনি ৪৬.১৬ গড়ে ২৭৭ রান করেছেন।

6 / 8
ভারতের হয়ে দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারের তালিকায় দুইয়ে রয়েছেন রোহিত শর্মা। তিনি ৪৩.২৫ গড়ে ৩টি ম্যাচে ১৭৩ রান করেছেন।

ভারতের হয়ে দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারের তালিকায় দুইয়ে রয়েছেন রোহিত শর্মা। তিনি ৪৩.২৫ গড়ে ৩টি ম্যাচে ১৭৩ রান করেছেন।

7 / 8
 ভারতের হয়ে দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দেশের তারকা স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিবি ৪টি পিঙ্ক বল টেস্ট ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। ইকোনমি ১৩.৮৩।

ভারতের হয়ে দিন-রাতের টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দেশের তারকা স্পিনার-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিবি ৪টি পিঙ্ক বল টেস্ট ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। ইকোনমি ১৩.৮৩।

8 / 8
পিঙ্ক বল টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন অক্ষর প্যাটেল ও উমেশ যাদব। তাঁরা যথাক্রমে ২টি করে গোলাপি বলের ম্যাচে ১৪ ও ১১টি উইকেট নিয়েছেন।

পিঙ্ক বল টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন অক্ষর প্যাটেল ও উমেশ যাদব। তাঁরা যথাক্রমে ২টি করে গোলাপি বলের ম্যাচে ১৪ ও ১১টি উইকেট নিয়েছেন।

Next Photo Gallery