
২২ মার্চ ১৮তম আইপিএলের বোধন। তার আগে এ বার নতুন জার্সি নিয়ে হাজির আইপিএলের তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। (ছবি-কেকেআর)

কেকেআরের বেগুনি-সোনালি রংয়ের জার্সিতে থাকছে এ বার বিশেষ চমক। বেশ নজরকাড়া হয়েছে রিঙ্কু সিংদের নতুন জার্সি। সেখানে আবার তিন সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। (ছবি-কেকেআর)

কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিয়ো শেয়ার করে নতুন জার্সি প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছি জার্সির বুকে রয়েছে তিনটি তারা। অর্থাৎ কেকেআর তিন বার আইপিএল চ্যাম্পিয়ন্স। (ছবি-কেকেআর)

তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে খানিক বেশিই। যে কারণে মার্চ মাস, যা বছরের তৃতীয় মাস এবং তিন তারিখ প্রকাশ্যে আনা হয়েছে কেকেআরের জার্সিকে। (ছবি-কেকেআর)

নাইট রাইডার্সের নতুন জার্সির বুকে শুধু তিনটি তারাই নয়। রয়েছে হাতায় একটি সোনালি রংয়ের চ্যাম্পিয়ন ব্যাজও। গত মরসুমের চ্যাম্পিয়ন হিসেবে এই বিশেষ লোগো থাকছে। (ছবি-কেকেআর)

কেকেআরের জার্সির থ্রি স্টার দলের তারকাদের সব সময় মনে করিয়ে দেবে টিমের মূল মন্ত্র। আর তা হল - করব, লড়ব জিতব। (ছবি-কেকেআর)

নাইটদের শেয়ার করা ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মনীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মার্কণ্ডেয় এবং লভনিথ সিসোদিয়াকে। (ছবি-কেকেআর)

কেকেআরের অফিসিয়াল অ্যাপে নাইট রাইডার্সের নতুন জার্সি পাওয়া যাবে। কাস্টামাইজড অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ২১৪৯ টাকা। অফিসিয়াল প্লেয়ার এডিশনের দাম - ১৮৯৯ টাকা। এবং অফিসিয়াল প্লেয়ার এডিশন ফর কিডসের দাম - ১২৯৯ টাকা। (ছবি-কেকেআর)