Rohit Sharma: ২০-৩০ রান করে তুমি খুশি?… ফাইনালের আগে রোহিতকে বিঁধলেন সানি

Sunil Gavaskar on Rohit Sharma: রবিবার দুবাইতে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত। কিউয়িদের বিরুদ্ধে মহারণের আগে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর চিন্তিত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। কারণ তিনি ছন্দে নেই। চিন্তার পাশাপাশি একইসঙ্গে রোহিতকে খোঁচা দিতেও ছাড়েননি সানি।

Mar 07, 2025 | 6:12 PM

1 / 8
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাকে নিয়ে চিন্তিত ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। (ছবি-পিটিআই)

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে রোহিত শর্মাকে নিয়ে চিন্তিত ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। (ছবি-পিটিআই)

2 / 8
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি ৪টি ম্যাচে (সেমিফাইনাল সহ) খেলে যথাক্রমে রোহিত করেছেন ৪১, ২০, ১৫ ও ২৮ রান। অতিরিক্ত আগ্রাসন দেখা যাচ্ছে রোহিতের ব্যাটিংয়ে। (ছবি-পিটিআই)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি ৪টি ম্যাচে (সেমিফাইনাল সহ) খেলে যথাক্রমে রোহিত করেছেন ৪১, ২০, ১৫ ও ২৮ রান। অতিরিক্ত আগ্রাসন দেখা যাচ্ছে রোহিতের ব্যাটিংয়ে। (ছবি-পিটিআই)

3 / 8
সেখানেই প্রশ্ন তুলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর প্রশ্নের মুখে গৌতম গম্ভীর-সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টও। (ছবি-পিটিআই)

সেখানেই প্রশ্ন তুলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর প্রশ্নের মুখে গৌতম গম্ভীর-সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টও। (ছবি-পিটিআই)

4 / 8
সানি বলেন, "গত দুটো বছর ধরে রোহিতের ব্যাটিংয়ে এই জিনিসটা লক্ষ্য করছি। ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকে এমনটা খেলতে শুরু করেছে। তাতে সাফল্য আসছে ঠিকই, কিন্তু তা ওর প্রতিভার উপযোগী নয়।"(ছবি-পিটিআই)

সানি বলেন, "গত দুটো বছর ধরে রোহিতের ব্যাটিংয়ে এই জিনিসটা লক্ষ্য করছি। ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ থেকে এমনটা খেলতে শুরু করেছে। তাতে সাফল্য আসছে ঠিকই, কিন্তু তা ওর প্রতিভার উপযোগী নয়।"(ছবি-পিটিআই)

5 / 8
গাভাসকর দলের দৃষ্টিভঙ্গি ভাবতে বলেছেন রোহিতকে। তাঁর কথায়, "রোহিতের হাতে প্রচুর ভালো ভালো শট রয়েছে। কিন্তু দলের দৃষ্টিভঙ্গি থেকে কথা বললে ও যদি ২৫ ওভার ব্যাটি করে, তা হলে রানটা ১৮০-২০০ হয়ে যাবে।" (ছবি-পিটিআই)

গাভাসকর দলের দৃষ্টিভঙ্গি ভাবতে বলেছেন রোহিতকে। তাঁর কথায়, "রোহিতের হাতে প্রচুর ভালো ভালো শট রয়েছে। কিন্তু দলের দৃষ্টিভঙ্গি থেকে কথা বললে ও যদি ২৫ ওভার ব্যাটি করে, তা হলে রানটা ১৮০-২০০ হয়ে যাবে।" (ছবি-পিটিআই)

6 / 8
ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের এই বিষয়ে ভাবা উচিত। তিনি বলেন, "রোহিত যদি ২৫ ওভার অবধি ব্যাটিং করে, তা হলে ভারত ১৮০-২০০ রানের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। তারপর যদি আরও কয়েকটা উইকেট হাতে থাকে, তা হলে ভারতীয় টিম ৩৫০ বা তারও বেশি রান তুলতে পারে।" (ছবি-পিটিআই)

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের এই বিষয়ে ভাবা উচিত। তিনি বলেন, "রোহিত যদি ২৫ ওভার অবধি ব্যাটিং করে, তা হলে ভারত ১৮০-২০০ রানের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। তারপর যদি আরও কয়েকটা উইকেট হাতে থাকে, তা হলে ভারতীয় টিম ৩৫০ বা তারও বেশি রান তুলতে পারে।" (ছবি-পিটিআই)

7 / 8
মাত্র ২৫-৩০ রান রোহিত শর্মার নামের সঙ্গে মানায় না। এ কথাই বোঝাতে চেয়েছেন সুনীল গাভাসকর। তিনি এই প্রসঙ্গে বলেন, "আমার একটা প্রশ্ন আছে, তুমি কি ২৫-৩০ রান করে খুশি? তেমনটা হওয়া উচিত নয়।" (ছবি-পিটিআই)

মাত্র ২৫-৩০ রান রোহিত শর্মার নামের সঙ্গে মানায় না। এ কথাই বোঝাতে চেয়েছেন সুনীল গাভাসকর। তিনি এই প্রসঙ্গে বলেন, "আমার একটা প্রশ্ন আছে, তুমি কি ২৫-৩০ রান করে খুশি? তেমনটা হওয়া উচিত নয়।" (ছবি-পিটিআই)

8 / 8
রোহিতকে ফাইনালের আগে বার্তাও দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, "যদি তুমি ৭, ৮ বা ৯ ওভারের জায়গায় ২৫ ওভার অবধি ব্যাট করো, তা হলে দলে তোমার ব্যাটিংয়ের প্রভাব পড়বে।" (ছবি-পিটিআই)

রোহিতকে ফাইনালের আগে বার্তাও দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, "যদি তুমি ৭, ৮ বা ৯ ওভারের জায়গায় ২৫ ওভার অবধি ব্যাট করো, তা হলে দলে তোমার ব্যাটিংয়ের প্রভাব পড়বে।" (ছবি-পিটিআই)