Harshit Rana: আর চুপ নয়! ODI ডেবিউতে নজর কেড়ে ‘কানকাশন সাব বিতর্ক’এ মুখ খুললেন হর্ষিত রানা

Feb 07, 2025 | 3:46 PM

IND vs ENG, ODI: ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে ওডিআইতে ডেবিউ হয়েছে হর্ষিত রানার। এর আগে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। আর ইংল্যান্ড যে ভারত সফরে এসেছে, তাতে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। সেই ম্যাচ তিনি কনকাশন পরিবর্ত হিসেবে খেলেছিলেন। তা নিয়ে বিরাট বিতর্ক হয়েছিল। এ বার তাঁর ওডিআই ডেবিউয়ের পর সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রানা।

1 / 8
বয়স তাঁর ২৩ বছর। খুব দ্রুত ভারতীয় টিমের তিন ফর্ম্যাটেই খেলার দাবি রেখেছেন তিনি। মুখে নয়, পারফরম্যান্স দিয়ে কথা বলছেন। তিনি হলেন হর্ষিত রানা। (ছবি-পিটিআই)

বয়স তাঁর ২৩ বছর। খুব দ্রুত ভারতীয় টিমের তিন ফর্ম্যাটেই খেলার দাবি রেখেছেন তিনি। মুখে নয়, পারফরম্যান্স দিয়ে কথা বলছেন। তিনি হলেন হর্ষিত রানা। (ছবি-পিটিআই)

2 / 8
দিল্লির জোরে বোলার হর্ষিত রানা আইপিএলের গত মরসুমে কেকেআরের জার্সিতে নজর কেড়েছেন। ২০২২ সাল থেকে তিনি কেকেআরের হয়ে খেলছেন। এ বছর নিলামের আগে তাঁকে রিটেন করে কেকেআর। (ছবি-পিটিআই)

দিল্লির জোরে বোলার হর্ষিত রানা আইপিএলের গত মরসুমে কেকেআরের জার্সিতে নজর কেড়েছেন। ২০২২ সাল থেকে তিনি কেকেআরের হয়ে খেলছেন। এ বছর নিলামের আগে তাঁকে রিটেন করে কেকেআর। (ছবি-পিটিআই)

3 / 8
প্রথম ভারতীয় বোলার হিসেবে এক বিশেষ রেকর্ড গড়েছেন হর্ষিত রানা। টেস্ট, টি-২০ এবং ওডিআই তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে তিন বা তার বেশি উইকেট পেয়েছেন রানা। (ছবি-পিটিআই)

প্রথম ভারতীয় বোলার হিসেবে এক বিশেষ রেকর্ড গড়েছেন হর্ষিত রানা। টেস্ট, টি-২০ এবং ওডিআই তিন ফর্ম্যাটেই অভিষেক ম্যাচে তিন বা তার বেশি উইকেট পেয়েছেন রানা। (ছবি-পিটিআই)

4 / 8
গত বছর ভারতের অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট অভিষেক হয়েছিল হর্ষিত রানার। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছিলেন। (ছবি-পিটিআই)

গত বছর ভারতের অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট অভিষেক হয়েছিল হর্ষিত রানার। সেই ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছিলেন। (ছবি-পিটিআই)

5 / 8
মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে শিবম দুবে ব্যাটিংয়ের সময় হেলমেটে চোট পেয়েছিলেন। এরপর কনকাশন পরিবর্ত হিসেবে নেমে টি-২০ অভিষেক হয় হর্ষিতের। তাতে ৩ উইকেট নেন তিনি। (ছবি-পিটিআই)

মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে শিবম দুবে ব্যাটিংয়ের সময় হেলমেটে চোট পেয়েছিলেন। এরপর কনকাশন পরিবর্ত হিসেবে নেমে টি-২০ অভিষেক হয় হর্ষিতের। তাতে ৩ উইকেট নেন তিনি। (ছবি-পিটিআই)

6 / 8
শিবম দুবের সমতুল্য পরিবর্ত ক্রিকেটার হর্ষিত রানা নন। এই দাবিতে মুখর হয়েছিলেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। এতদিন এই বিতর্ক নিয়ে কিছু বলেননি হর্ষিত। এ বার মুখ খুলেছেন। (ছবি-পিটিআই)

শিবম দুবের সমতুল্য পরিবর্ত ক্রিকেটার হর্ষিত রানা নন। এই দাবিতে মুখর হয়েছিলেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। এতদিন এই বিতর্ক নিয়ে কিছু বলেননি হর্ষিত। এ বার মুখ খুলেছেন। (ছবি-পিটিআই)

7 / 8
ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে ৭ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ডান হাতি জোরে বোলার হর্ষিত রানা। ম্যাচের শেষে তাঁকে ভারতের জার্সিতে টি-২০ অভিষেকের দিন কনকাশন পরিবর্ত বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। (ছবি-পিটিআই)

ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে ৭ ওভার বল করে ৫৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ডান হাতি জোরে বোলার হর্ষিত রানা। ম্যাচের শেষে তাঁকে ভারতের জার্সিতে টি-২০ অভিষেকের দিন কনকাশন পরিবর্ত বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। (ছবি-পিটিআই)

8 / 8
সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন হর্ষিত। তিনি বলেন, 'আমি মনে করি মানুষ সব সময় কথা বলবেই। আমি শুধু ভালো খেলতে চাই। ভালো হোক বা খারাপ। আমি চিন্তিত নই। আমার লক্ষ্য দেশের জার্সিতে ভালো পারফর্ম করা। যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। তাই আমি নিজেকে সব সময় প্রস্তুত রাখি।' (ছবি-পিটিআই)

সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন হর্ষিত। তিনি বলেন, 'আমি মনে করি মানুষ সব সময় কথা বলবেই। আমি শুধু ভালো খেলতে চাই। ভালো হোক বা খারাপ। আমি চিন্তিত নই। আমার লক্ষ্য দেশের জার্সিতে ভালো পারফর্ম করা। যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। তাই আমি নিজেকে সব সময় প্রস্তুত রাখি।' (ছবি-পিটিআই)

Next Photo Gallery