
দু'কামরার ছোট্ট ঘুপচি ঘর এখন অতীত। আলিগড়ে এক আলিশান বাংলোতে উঠেছেন রিঙ্কু সিং ও তাঁর পরিবার। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

দীর্ঘদিন ধরে রিঙ্কু সিংয়ের স্বপ্ন ছিল নিজের টাকায় একটা বাড়ি কেনার। কয়েক মাস আগেই শোনা গিয়েছিল নাইট তারকা রিঙ্কু সিং আলিগড়ের ওজোন সিটিতে এক বিলাসবহুল বাংলো কিনেছেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছে। এ বার সত্যিকার অর্থেই তিনি কোটিপতি। নাইটরা তাঁকে রিটেন করার পর নেটদুনিয়ায় তাঁর নতুন বাংলোর ঠিকানা ঘোরাফেরা করছে। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

রিঙ্কু সিংয়ের বাংলো আলিগড়ের ওজোন সিটিতে। তাঁর বাড়ির ঠিকানা দ্য গোল্ডেন এস্টেটের কোঠি নং ৩৮। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

নিজের নতুন বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করেছেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার তাঁর ইন্সটাগ্রামে সেই সকল ছবি শেয়ার করেছেন। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

রিঙ্কু সিংয়ের বোন নেহা সিংয়ের ইন্সটাগ্রামে ঢুঁ মারলেও নতুন বাংলোর ঝলক দেখা যায়। বেশ যত্নেই নতুন বাড়ি সাজিয়েছেন রিঙ্কু। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

সাদামাটা, সব সময় হাসি খুশি মেজাজের রিঙ্কু সিং বাড়ির সকলের কথা বরাবরই ভাবতেন। তাঁর স্বপ্ন ছিল ক্রিকেটদুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর একটা বাড়ি বানানোর। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)

রিঙ্কু সিংয়ের বিলাসবহুল বাড়ি দেখে তাঁর ভক্তরা খুব খুশি। অনেকেই তাঁর ইন্সটাগ্রাম পোস্টে কমেন্টেও করেছেন সেই মতো। নাইট তারকার স্বপ্নপূরণ হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর অনুরাগীরা। (ছবি-রিঙ্কু সিং ইন্সটাগ্রাম)