শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স ও রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এ বারের আইপিএলের আগে রয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে একাধিক তারকাদের পারফর্ম করতে দেখা যাবে। হাউসফুল ইডেন তা দেখার অপেক্ষায় রয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
অবশ্য শুধু শ্রেয়ার সুরেলা কণ্ঠই যে আগামিকাল ইডেনে শোনা যাবে তা নয়, একইসঙ্গে ক্রিকেটের নন্দনকানন মাতাতে হাজির থাকবেন দিশা পাটানি।
বলিউডের জনপ্রিয় গান 'তওবা তওবা'-খ্যাত করণ অউজলাকেও দেখা যাবে আইপিএলের ওপেনিং সেরেমনিতে। ভারতীয় এই ব়্যাপারের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ২২ মার্চ সন্ধে ৬টায় হবে ১৮তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
আইপিএলের উদ্বোধনী ম্যাচের টস হওয়ার কথা সন্ধে ৭টায়। অর্থাৎ তার আগে ১ ঘণ্টা ধরে থাকছে এই তারকাদের জমজমাট পারফরম্যান্স।
এ বারের আইপিএলের সব কটি ম্যাচ জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাওয়া যাবে। এবং টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। সেই মতো উদ্বোধনী অনুষ্ঠানও টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে জিওস্টার অ্যাপে দেখা যাবে।
ইতিমধ্যে এও জানা গিয়েছে, ইডেনে উদ্বোধনী ম্যাচের আগে ওপেনিং সেরেমনি সঞ্চালনার দায়িত্বে দেখা যেতে পারে শাহরুখ খানকে। কেকেআরের মালিক তিনি। দলের ম্যাচ থাকলেই সেই মাঠে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন তিনি।