KKR, IPL 2025: চ্যাম্পিয়ন তকমা ‘অতীত’, নতুন মরসুমে পুরনো প্রথায় KKR-এর প্র্যাক্টিস শুরু

Mar 12, 2025 | 7:19 PM

IPL 2025: আর ঠিক ১০ দিন পর আইপিএলের ঢাকে কাঠি পড়বে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের সকল ক্রিকেটারদের নিয়ে কলকাতায় আজ, ১২ মার্চ অনুশীলন শুরু করল কেকেআর।

1 / 8
চ্যাম্পিয়ন তকমা এ বার কেকেআরের জন্য 'অতীতে'র খাতায়। কারণ সামনে নতুন মরসুম। নতুন কোচ, নতুন প্লেয়ার। (ছবি-কেকেআর)

চ্যাম্পিয়ন তকমা এ বার কেকেআরের জন্য 'অতীতে'র খাতায়। কারণ সামনে নতুন মরসুম। নতুন কোচ, নতুন প্লেয়ার। (ছবি-কেকেআর)

2 / 8
আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্ট শুরু ২২ মার্চ। (ছবি-কেকেআর)

আইপিএলের ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্ট শুরু ২২ মার্চ। (ছবি-কেকেআর)

3 / 8
১০ দিন পর আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগে কলকাতায় পুরোদমে অনুশীলন শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। (ছবি-কেকেআর)

১০ দিন পর আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগে কলকাতায় পুরোদমে অনুশীলন শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। (ছবি-কেকেআর)

4 / 8
কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা এ বারের আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। ট্রফি টুরে ব্যাপক সাড়া পড়েছে। ইডেনে এ বার ভিড় করতে দেখা গিয়েছে কেকেআরের সুপারফ্যানকেও। (ছবি-কেকেআর)

কলকাতা নাইট রাইডার্সের ভক্তরা এ বারের আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। ট্রফি টুরে ব্যাপক সাড়া পড়েছে। ইডেনে এ বার ভিড় করতে দেখা গিয়েছে কেকেআরের সুপারফ্যানকেও। (ছবি-কেকেআর)

5 / 8
ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা প্রথা মেনে অনুশীলন শুরু করার আগে পুজো করেছেন। (ছবি-কেকেআর)

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা প্রথা মেনে অনুশীলন শুরু করার আগে পুজো করেছেন। (ছবি-কেকেআর)

6 / 8
আইপিএল শুরু হওয়ার লাস্ট মিনিটের প্রস্তুতিতে বুঁদ কেকেআর। নাইটদের পুরোদমের অনুশীলনের আগে দেখা গিয়েছে অধিনায়ক অজিঙ্ক রাহানে পুজো করছেন। (ছবি-কেকেআর)

আইপিএল শুরু হওয়ার লাস্ট মিনিটের প্রস্তুতিতে বুঁদ কেকেআর। নাইটদের পুরোদমের অনুশীলনের আগে দেখা গিয়েছে অধিনায়ক অজিঙ্ক রাহানে পুজো করছেন। (ছবি-কেকেআর)

7 / 8
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ছাড়া পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে সেই পুজোয় সামিল হতে। (ছবি-কেকেআর)

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ছাড়া পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছে সেই পুজোয় সামিল হতে। (ছবি-কেকেআর)

8 / 8
কলকাতায় এই প্রস্তুতির আগে মুম্বইতে কেকেআরের এক প্রস্তুতি শিবির হয়েছিল। যেখানে কেকেআরে থাকা ঘরোয়া ক্রিকেটাররা অনুশীলনে অংশ নিয়েছিলেন। এ বার দলের সকল ক্রিকেটারদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। (ছবি-কেকেআর)

কলকাতায় এই প্রস্তুতির আগে মুম্বইতে কেকেআরের এক প্রস্তুতি শিবির হয়েছিল। যেখানে কেকেআরে থাকা ঘরোয়া ক্রিকেটাররা অনুশীলনে অংশ নিয়েছিলেন। এ বার দলের সকল ক্রিকেটারদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। (ছবি-কেকেআর)

Next Photo Gallery