
রিঙ্কু সিংকে কে না চেনেন। বা বলা ভালো, গত কয়েক বছরে নিজেকে চিনিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে উত্থান। জাতীয় দলেও ভরসা হয়ে উঠেছেন।

ধীরে ধীরে সকলের প্রিয় হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে যেমন নানা আলোচনা তেমনই তাঁর পরিবারকে নিয়েও।

নানা ভালো কারণেই শিরোনামে আসেন রিঙ্কু। এ বার অবশ্য শিরোনামে এই তরুণ ক্রিকেটারের বোন।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন রিঙ্কু সিংয়ের বোন নেহা সিং। ইনস্টাগ্রামে ৬ লাখের বেশি ফলোয়ার!

রিঙ্কু সিংয়ের চেয়েও সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় তাঁর বোন নেহা। নিজেকে পরিচয় দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে।

নেহার সৌজন্যে রিঙ্কুর পরিবারের অনেকের ছবি যেমন দেখা যায়, তেমনই শখ-স্বপ্ন পূরণের অনেক উদাহরণও।

বাবাকে স্পোর্টস বাইক কিনে দেওয়া হোক, রিঙ্কুর বাড়ি-গাড়ি সমস্ত ছবি পোস্ট করেন নেহা। সব ছবি: Instagram