
দীর্ঘ ৯ বছর পর চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৯.৭৫ কোটি টাকায় মরুশহরের আইপিএল নিলাম থেকে অশ্বিনকে কেনে সিএসকে। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

এ বার রবিচন্দ্রন অশ্বিন যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে। সেখানে তাঁকে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করা ছবি, ভিডিয়োতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন একসঙ্গে অনুশীলন করছেন। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

২৭ ফেব্রুয়ারি ছিল সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের জন্মদিন। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের সঙ্গে তিনি কেক কেটে নিজের জন্মদিন পালন করেন। সেখানে হাজির ছিলেন ধোনি, ঋতুরাজরা। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

সিএসকের শেয়ার করি ছবিতে দেখা যায় চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনের জন্মদিনের কেক কাটার সময় তাঁর খুব কাছেই হাসিমুখে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

কাশীকে কেক খাইয়ে দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। এই ছবিও রয়েছে সিএসকের সোশ্যাল মিডিয়া সাইটে। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

ইয়েলোব্রিগেডে ফিরে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, "সিএসকেতে ফিরে আমার খুব ভালো লাগছে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আবার খেলার জন্য মুখিয়ে রয়েছি। ঋতুরাজের অধীনে এ বার খেলব।" (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)

অশ্বিনের কথায়, প্রায় ১০ বছর পর আবার সিএসকের জার্সিতে আইপিএলে খেলবেন তিনি। ২০০৮-১৫ অবধি তিনি সিএসকে টিমের হয়ে আইপিএলে খেলেছিলেন। সেখানে যা শিখেছিলেন, পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে সেটা তাঁর বিরাট কাজে লেগেছিল। (ছবি-চেন্নাই সুপার কিংস এক্স)