
আরও কয়েকটা বছর ক্রিকেট খেলতে চান, সম্প্রতি এমনটাই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই কথা শুনে অনুরাগীরা খুব খুশি হয়েছেন। (ছবি-পিটিআই)

৪২ বছর বয়সেও মহেন্দ্র সিং ধোনিকে পুরোদমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছে। ১৬তম আইপিএলের পর তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল। তারপরও গত আইপিএলে খেলেছিলেন তিনি। (ছবি-পিটিআই)

মাহিভক্তদের মনে এই মুহূর্তে প্রশ্ন ছিল পঁচিশের আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে কিনা। তিনি যেহেতু নিজে জানিয়েছেন, আরও কয়েকটা বছর ক্রিকেটটা উপভোগ করতে চান, তাই অনেকেই মনে করছেন ধোনি ১৮তম আইপিএলে খেলবেন। (ছবি-পিটিআই)

৪৩ বছর বয়সে আইপিএলে খেলার জন্য অতি অবশ্যই ফিটনেস ঠিক রাখতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। তিনি নিজেও একথা বলেছেন। আড়াই মাসের আইপিএলে খেলার জন্য সারাবছর মেনে চলেন মাহি? (ছবি-পিটিআই)

সম্প্রতি এক অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, আড়াই মাসের আইপিএলে খেলার জন্য বছরের বাকি ৯ মাস তাঁর ফিট থাকা জরুরি। (ছবি-পিটিআই)

ফিট থাকার জন্য ডায়েট, অনুশীলন গুরুত্বপূর্ণ। সেই মতোই নিজের প্রতিদিনের পরিকল্পনা করেন ধোনি। এবং তা মেনে চলার টেষ্টা করেন। তবে জীবনটা উপভোগ করার জন্য মাহি মাঝে মাঝে ডায়েট ভাঙেন। নিজেই তা জানিয়েছেন। (ছবি-পিটিআই)

মহেন্দ্র সিং ধোনি এও জানিয়েছেন যে ১৫-২৫ দিন অনুশীলন এবং বাকি সময়টা বিশ্রাম নেন তিনি। এই ভাবেই নিজের ছন্দ ধরে রাখার চেষ্টা করেন। (ছবি-পিটিআই)

আইপিএলের রিটেনশন নিয়ে এখন আলোচনা চরমে। এই পরিস্থিতিতে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, আনক্যাপড প্লেয়ার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করবে সিএসকে। (ছবি-পিটিআই)