
চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। (ছবি-পিটিআই)

মিনি বিশ্বকাপে পরপর ২টো ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ার। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে তিনি করেছিলেন ৫৬ রান। (ছবি-পিটিআই)

আজ, ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার করেছেন ৯৮ বলে ৭৯ রান। সেখানে রয়েছে ৪টি চার ও ২টি ছয়। (ছবি-পিটিআই)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচে শ্রেয়স আইয়ার যথাক্রমে করেছেন ১৫, ৫৬ ও ৭৯। টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক রান আপাতত শ্রেয়সের। (ছবি-পিটিআই)

শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডকে সামনে পেলেই তেতে ওঠেন। ২০২৩ সালে হওয়া ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শ্রেয়স। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফসেঞ্চুরি করলেন। (ছবি-পিটিআই)

চার নম্বর পজিশনে একদিনের ক্রিকেটে শ্রেয়স আইয়ার ধারাবাহিক ভাবে ভালো খেলছেন। এই পজিশনে তিনি ৩৯টি ইনিংস খেলেছেন। তাতে করেছেন ১৭২৮ রান। (ছবি-পিটিআই)

ভারতের হয়ে ওডিআইতে চারে নেমে ৩৯টি ইনিংসে শ্রেয়স আইয়ার করেছেন ৪টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরি। (ছবি-পিটিআই)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০টি ওডিআইতে খেলে ৯টি ইনিংসে শ্রেয়স আইয়ার করেছেন মোট ৬৪২ রান। বোর্ডের বার্ষিক চুক্তিতে নেই শ্রেয়স। তারপরও তাঁর উপর আস্থা রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবং তিনিও সেই আস্থার মান রাখার চেষ্টা করেন। (ছবি-পিটিআই)