এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে দেখা যাচ্ছে শ্রেয়স আইয়ারকে। দলের হয়ে দুই ম্যাচেই অধিনায়োকচিত ইনিংস উপহার দিয়েছেন শ্রেয়স।
পঞ্জাব কিংস মরসুম শুরু করেছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয় দিয়ে। সেই ম্যাচে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রেয়স।
পঞ্জাব নিজেদের শেষ ম্যাচে ঋষভ পন্থের লখউ সুপার জায়ান্টসকে হারিয়েছে। এই ম্যাচে শ্রেয়স আইয়ার করেন ৫২*। এই ম্যাচ জেতার ফলে এক রেকর্ড গড়েছেন অধিনায়ক শ্রেয়স।
Shreyas
২০১৩ সালের আইপিএলে ফিরে গেলে নজরে পড়বে মহেন্দ্র সিং ধোনি একটানা ক্যাপ্টেন হিসেবে চেন্নাই সুপার কিংসকে জেতাতে পেরেছিলেন।
শ্রেয়স এ বারের আইপিএলে পঞ্জাবের হয়ে ২টি ম্যাচ খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই দুটিতেই জিতেছে পঞ্জাব কিংস।
আইপিএলে অধিনায়ক হিসেবে শ্রেয়স একটানা ৮ ম্যাচ জয়ের নজির গড়েছেন। গত আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন থাকাকালীন শ্রেয়স একটানা ৬টি ম্যাচ জিতেছিলেন।
আইপিএলে একটানা ৮ ম্যাচ জেতার ফলে ধোনিকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশই শেন ওয়ার্নকে স্পর্শ করেছেন শ্রেয়স। ২০০৮ সালের আইপিএলে শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসকে টানা ৮ ম্যাচ জিতিয়েছিলেন।