IPL 2025 Mega Auction: শ্রেয়স-নীতীশসহ একঝাঁক ক্রিকেটার ছাড়ল নাইটরা, নিলামে RTM ব্যবহার করতে পারবে KKR?
IPL Retention 2025: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ হতেই দেখা যায় সর্বাধিক মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। কলকাতা নাইট রাইডার্স একঝাঁক তারকা ক্রিকেটারকে রিলিজ় করেছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম গত মরসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
1 / 8
২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এই টিম কতজন এবং কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল, সে নিয়ে নাইট প্রেমীদের বিরাট আগ্রহ ছিল। ৩১ অক্টোবর ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। (ছবি-পিটিআই)
2 / 8
এ বছরের শেষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। তার আগে মোট ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। (ছবি-পিটিআই)
3 / 8
যেহেতু ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর, তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতেই পারবে না তিন বারের আইপিএলজয়ীরা। (ছবি-পিটিআই)
4 / 8
কলকাতা নাইট রাইডার্স একঝাঁক তারকা ক্রিকেটারকে রিলিজ় করেছে। এই তালিকায় সবচেয়ে বড় নাম গত মরসুমে কলকাতাকে চ্যাম্পিয়ন করা ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। (ছবি-পিটিআই)
5 / 8
মিচেল স্টার্কের মতো আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটারকেও রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স। (ছবি-পিটিআই)
6 / 8
ইংল্যান্ডের তারকা ওপেনার ফিল সল্টকেও রিটেন করেনি নাইটরা। ১৭তম আইপিএলে তিনি ওপেনিংয়ে কেকেআরের অন্যতম ভরসা ছিলেন। (ছবি-পিটিআই)
7 / 8
ভেঙ্কটেশ আইয়ারের মতো ভারতীয় অলরাউন্ডারকেও রিটেন করেনি কেকেআর। নাইটদের রিলিজ করা ক্রিকেটারের তালিকায় ভেঙ্কির পাশাপাশি রয়েছেন - শেরফান রাদারফোর্ড, কেএস ভরত, দুশমন্ত চামিরা, সাকিব হোসেনরা। (ছবি-পিটিআই)
8 / 8
ক্যাপ্টেন শ্রেয়সের পাশাপাশি ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাকেও ধরে রাখেনি কলকাতা। তাঁর পাশাপাশি অঙ্গকৃশ রঘুবংশী, মনীশ পান্ডে, অনুকূল রায়, সূয়াশ শর্মা, চেতন সাকারিয়াদেরও ছেড়ে দিয়েছে কেকেআর। (ছবি-পিটিআই)