Bollywood: কঙ্গনার বাতিল করা এই ৫ ছবি দিয়েই বলিউডে ছক্কা হাঁকিয়েছেন অনুষ্কা-করিনারা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Sep 09, 2021 | 5:32 PM

সেই সব ছবি কখনও গিয়েছে অনুষ্কা শর্মার কাছে, কখনও বা অফার গ্রহণ করেছেন বিদ্যা বালান। শুধু অফার গ্রহণই যে করেছেন ওঁরা তা নয়, দক্ষ অভিনয়ের জোরে সেই ছবি হিটও হয়েছে। দেখে নিন এমন ৫ ছবি যে প্রত্যাখ্যান করেছিলেন কঙ্গনা।

Sep 09, 2021 | 5:32 PM
ছবি বাতিল করার ব্যাপারে তাঁর বেশ নাম ডাক রয়েছে। ছবিতে হিরোর প্রাধান্য একেবারেই মেনে নিতে নারাজ তিনি। তিনি অর্থাৎ কঙ্গনা রানাওয়াত। বলিউডে বহু ছবি প্রত্যাখান করেছেন কঙ্গনা।  সেই সব ছবি কখনও গিয়েছে অনুষ্কা শর্মার কাছে, কখনও বা অফার গ্রহণ করেছেন বিদ্যা বালান। শুধু অফার গ্রহণই যে করেছেন ওঁরা তা নয়, দক্ষ অভিনয়ের জোরে সেই ছবি হিটও হয়েছে। দেখে নিন এমন ৫ ছবি যে প্রত্যাখ্যান করেছিলেন কঙ্গনা।

ছবি বাতিল করার ব্যাপারে তাঁর বেশ নাম ডাক রয়েছে। ছবিতে হিরোর প্রাধান্য একেবারেই মেনে নিতে নারাজ তিনি। তিনি অর্থাৎ কঙ্গনা রানাওয়াত। বলিউডে বহু ছবি প্রত্যাখান করেছেন কঙ্গনা। সেই সব ছবি কখনও গিয়েছে অনুষ্কা শর্মার কাছে, কখনও বা অফার গ্রহণ করেছেন বিদ্যা বালান। শুধু অফার গ্রহণই যে করেছেন ওঁরা তা নয়, দক্ষ অভিনয়ের জোরে সেই ছবি হিটও হয়েছে। দেখে নিন এমন ৫ ছবি যে প্রত্যাখ্যান করেছিলেন কঙ্গনা।

1 / 6
বলিউডে হিটলিসটে প্রথম সারিতে রয়েছে এই ছবি। ছবিতে সলমনে বিপরীতে অভিনয়ের অফার এসেছিল তাঁর কাছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন। অফার যায় করিনা কাপুরের কাছে।

বলিউডে হিটলিসটে প্রথম সারিতে রয়েছে এই ছবি। ছবিতে সলমনে বিপরীতে অভিনয়ের অফার এসেছিল তাঁর কাছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেন। অফার যায় করিনা কাপুরের কাছে।

2 / 6
ব্যস্ত শিডিউলের জন্য এয়ারলিফট ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ ছেড়ে দেন তিনি।

ব্যস্ত শিডিউলের জন্য এয়ারলিফট ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ ছেড়ে দেন তিনি।

3 / 6
বিদ্যা বালানের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি দু ডার্টি পিকচার। কিন্তু ওই ছবির অফার প্রথমে গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের কাছে। কঙ্গনা রাজি হননি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমার মনে হয় না বিদ্যা বালানের থেকে ভাল ওই ছবিটি কেউ ফুটিওয়ে তুলতে পারতেন। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে ওই ছবি যে হিট হবে তা আমি বুঝতে পারিনি।"

বিদ্যা বালানের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি দু ডার্টি পিকচার। কিন্তু ওই ছবির অফার প্রথমে গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের কাছে। কঙ্গনা রাজি হননি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমার মনে হয় না বিদ্যা বালানের থেকে ভাল ওই ছবিটি কেউ ফুটিওয়ে তুলতে পারতেন। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে ওই ছবি যে হিট হবে তা আমি বুঝতে পারিনি।"

4 / 6
সুলতান ছবিতে সলমনের বিপরীতে আবারও অভিনয়ের সুযোগ আবারও হেলায় হারান তিনি। যেহেতু ছবিটি মূলত ভাইজানকে কেন্দ্র করে তাই কঙ্গনা ছবিটিতে অভিনয় করতে রাজি হননি।

সুলতান ছবিতে সলমনের বিপরীতে আবারও অভিনয়ের সুযোগ আবারও হেলায় হারান তিনি। যেহেতু ছবিটি মূলত ভাইজানকে কেন্দ্র করে তাই কঙ্গনা ছবিটিতে অভিনয় করতে রাজি হননি।

5 / 6
সঞ্জু ছবিতে রণবীরের অনস্ক্রিন স্ত্রী হওয়ার অফার গিয়েছিল তাঁর কাছে। কিন্তু কোনও এক অজানা কারণে তিনি রাজি হননি।

সঞ্জু ছবিতে রণবীরের অনস্ক্রিন স্ত্রী হওয়ার অফার গিয়েছিল তাঁর কাছে। কিন্তু কোনও এক অজানা কারণে তিনি রাজি হননি।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla