Year Ender 2022: ‘বয়কট বলিউড’ ডাকের মধ্যেও ১০০ কোটির বেশি ব্যবসা করেছে এই ৫ বলিউড ছবি

100 Crore Bollywood Films: ২০২২ সালে বিষফোঁড়ার মতো যন্ত্রণা দিয়েছে 'বয়কট বলিউড' ট্রেন্ড। আমির খান, অক্ষয় কুমারের মতো তারকাদের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু তার মধ্যেও কিছু হিন্দি ছবি ভালই ব্যবসা করেছে। রইল সেই তালিকা:

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 2:17 PM
বহুপ্রতিক্ষিত ছবি, হতাশ করে দেওয়া ছবি, অল্প বাজেটের ধামাকা করা ছবি, বিতর্কিত ছবি - করোনার ভ্রুকুটি কাটিয়ে একাধিক হিন্দি ছবি মুক্তি পেয়েছে বলিউডে। কিছু ছবি প্রত্যাশার চেয়ে অনেক ভাল ফল করেছে। কিছু ছবি হইচই ফেললেও একেবারেই ভাল ফল করতে পারেনি। তার মধ্যে বিষফোঁড়ার মতো যন্ত্রণা দিয়েছে 'বয়কট বলিউড' ট্রেন্ড। আমির খান, অক্ষয় কুমারের মতো তারকাদের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু তার মধ্যেও কিছু হিন্দি ছবি ভালই ব্যবসা করেছে। রইল সেই তালিকা:

বহুপ্রতিক্ষিত ছবি, হতাশ করে দেওয়া ছবি, অল্প বাজেটের ধামাকা করা ছবি, বিতর্কিত ছবি - করোনার ভ্রুকুটি কাটিয়ে একাধিক হিন্দি ছবি মুক্তি পেয়েছে বলিউডে। কিছু ছবি প্রত্যাশার চেয়ে অনেক ভাল ফল করেছে। কিছু ছবি হইচই ফেললেও একেবারেই ভাল ফল করতে পারেনি। তার মধ্যে বিষফোঁড়ার মতো যন্ত্রণা দিয়েছে 'বয়কট বলিউড' ট্রেন্ড। আমির খান, অক্ষয় কুমারের মতো তারকাদের ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু তার মধ্যেও কিছু হিন্দি ছবি ভালই ব্যবসা করেছে। রইল সেই তালিকা:

1 / 6
দৃশ্যম টু- এই ছবি ২৭১ কোটি টাকা আয় করে অজয় দেবগন অভিনীত দৃশ্যম ২ চলতি বছরের অন্যতম আকর্ষণ ছিল বক্স অফিসে।  তবে তা খুব একটা বক্স অফিস দৌড়ে জায়গা করে নিতে পারেনি এই ছবি।

দৃশ্যম টু- এই ছবি ২৭১ কোটি টাকা আয় করে অজয় দেবগন অভিনীত দৃশ্যম ২ চলতি বছরের অন্যতম আকর্ষণ ছিল বক্স অফিসে। তবে তা খুব একটা বক্স অফিস দৌড়ে জায়গা করে নিতে পারেনি এই ছবি।

2 / 6
ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা - বহু প্রতিক্ষিত সাইফাই ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা' মুক্তি পায় ৯ সেপ্টেম্বর। 'ব্রহ্মাস্ত্র' ট্রিলজির প্রথম ছবি এটি। প্রথমদিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। সর্বসাকুল্যে ব্যবসা করেছে কয়েকশো কোটি টাকা। ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, শাহরুখ খান, নাগার্জুনা, প্রমুখ।

ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা - বহু প্রতিক্ষিত সাইফাই ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১ - শিবা' মুক্তি পায় ৯ সেপ্টেম্বর। 'ব্রহ্মাস্ত্র' ট্রিলজির প্রথম ছবি এটি। প্রথমদিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। সর্বসাকুল্যে ব্যবসা করেছে কয়েকশো কোটি টাকা। ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, শাহরুখ খান, নাগার্জুনা, প্রমুখ।

3 / 6
ভুল ভুলাইয়া ২- কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি বক্স অফিসে দাপটের সঙ্গে জায়গা করে নেয়, ২০০ কোটির ক্লাবের ছবি ঢুকলেও ২২১ কোটিতে গিয়ে থামতে হয় বলিউডের এই ছবিকে।

ভুল ভুলাইয়া ২- কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি বক্স অফিসে দাপটের সঙ্গে জায়গা করে নেয়, ২০০ কোটির ক্লাবের ছবি ঢুকলেও ২২১ কোটিতে গিয়ে থামতে হয় বলিউডের এই ছবিকে।

4 / 6
দ্য কাশ্মীর ফাইলস - মাত্র ১৫ কোটি টাকায় তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। মুক্তি পায় ১১ মার্চ। শুরু থেকেই তীব্র বিতর্ক হয় ছবিকে ঘিরে। ১৯৯০ সালে জম্মু এবং কাশ্মীরে ঘটে যাওয়া কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের ঘটনাকে তুলে ধরে এই ছবি। অনেকেরই মনে হয় ছবির কারণে দেশে হিংসা ছড়াতে পারে। রাজনৈতিক প্রচারের জন্য তৈরি হয়েছে এই ছবি - এই বলে অনেকে বিরোধিতাও করেছেন। কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা জানিয়েছিলেন, ছবিতে যা-যা দেখানো হয়েছে সব ঘটনাই সত্যি। মুক্তির আগে আমেরিকায় হুমকি ফোন পান পরিচালক। ভারতে মুক্তির আগে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। কিন্তু ভয় না পেয়ে ছবি মুক্তি করিয়েছিলেন বিবেক। ২০০ কোটি টাকার ব্যবসা করে ছবি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশীর মতো অভিনেতারা।

দ্য কাশ্মীর ফাইলস - মাত্র ১৫ কোটি টাকায় তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। মুক্তি পায় ১১ মার্চ। শুরু থেকেই তীব্র বিতর্ক হয় ছবিকে ঘিরে। ১৯৯০ সালে জম্মু এবং কাশ্মীরে ঘটে যাওয়া কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের ঘটনাকে তুলে ধরে এই ছবি। অনেকেরই মনে হয় ছবির কারণে দেশে হিংসা ছড়াতে পারে। রাজনৈতিক প্রচারের জন্য তৈরি হয়েছে এই ছবি - এই বলে অনেকে বিরোধিতাও করেছেন। কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা জানিয়েছিলেন, ছবিতে যা-যা দেখানো হয়েছে সব ঘটনাই সত্যি। মুক্তির আগে আমেরিকায় হুমকি ফোন পান পরিচালক। ভারতে মুক্তির আগে খুনের হুমকি দেওয়া হয় তাঁকে। কিন্তু ভয় না পেয়ে ছবি মুক্তি করিয়েছিলেন বিবেক। ২০০ কোটি টাকার ব্যবসা করে ছবি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশীর মতো অভিনেতারা।

5 / 6
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি - আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত ছবিটি মুক্তি পায় ২৫ ফেব্রুয়ারি। ক্রাইম জার্নালিস্ট এস হুসেইন জ়াইদির লেখা বই 'মাফিয়া কুইলস অফ মুম্বই'-এর একটি পর্ব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। মুম্বইয়ের যৌনপল্লী কামাঠিপুরার যৌনকর্মী গাঙ্গুবাইয়ের জীবন নিয়ে ছবি। যে গাঙ্গুবাই যৌনকর্মীদের সমাজে অধিকারের সঙ্গে বেঁচে থাকার লড়াই করেছিলেন। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, বিজয় রাজ়, শান্তনু মহেশ্বরীরা।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি - আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। সঞ্জয় লীলা ভানসালী পরিচালিত ছবিটি মুক্তি পায় ২৫ ফেব্রুয়ারি। ক্রাইম জার্নালিস্ট এস হুসেইন জ়াইদির লেখা বই 'মাফিয়া কুইলস অফ মুম্বই'-এর একটি পর্ব থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। মুম্বইয়ের যৌনপল্লী কামাঠিপুরার যৌনকর্মী গাঙ্গুবাইয়ের জীবন নিয়ে ছবি। যে গাঙ্গুবাই যৌনকর্মীদের সমাজে অধিকারের সঙ্গে বেঁচে থাকার লড়াই করেছিলেন। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, বিজয় রাজ়, শান্তনু মহেশ্বরীরা।

6 / 6
Follow Us: