Bollywood Heroines: দীপিকা, ক্যাটরিনা, কৃতি…হঠাৎ কেন ‘দক্ষিণ’পন্থী বলি-নায়িকারা!

Bollywood Heroines: দক্ষিণের নায়িকারা আসছেন বলিউডের নায়কদের সঙ্গে রোম্যান্স করতে, পিছিয়ে নেই বলিউডের নায়িকারাও। এবার তাঁরাও রোম্যান্স করতে প্রস্তুত দক্ষিণের হার্টথ্রবদের সঙ্গে।

Jul 26, 2022 | 9:07 PM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

Jul 26, 2022 | 9:07 PM

অনন্যা পান্ডে এবং বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘লাইগার’ এই মুহূর্তে ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম। এই ছবি দিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় বলিউডে ডেবিউ করছেন। করণ জোহর তাঁকে লঞ্চ করছেন। এবং অনন্যা পাণ্ডে তাঁর বিপরীতে অভিনয় করছেন। অর্থাৎ আর এক বলিউড নায়িকা পর্দায় প্রেম করবেন দক্ষিণের তারকার সঙ্গে। দর্শকরা বড় পর্দায় এই নতুন জুটি দেখতে উৎসাহী হয়ে রয়েছেন।

অনন্যা পান্ডে এবং বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘লাইগার’ এই মুহূর্তে ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম। এই ছবি দিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় বলিউডে ডেবিউ করছেন। করণ জোহর তাঁকে লঞ্চ করছেন। এবং অনন্যা পাণ্ডে তাঁর বিপরীতে অভিনয় করছেন। অর্থাৎ আর এক বলিউড নায়িকা পর্দায় প্রেম করবেন দক্ষিণের তারকার সঙ্গে। দর্শকরা বড় পর্দায় এই নতুন জুটি দেখতে উৎসাহী হয়ে রয়েছেন।

1 / 5
শুধু দীপিকা নন, এবার প্রভাসের বিপরীতে বলিউডের আর এক নায়িকাও কাজ করছেন। ‘আদিপুরুষ’ ছবিতে কৃতি শ্যানন হচ্ছেন প্রভাসের সীতা। তাঁদের রসায়ন নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে কথা শুরু হয়েছে। আগামী বছর ১২ জানুয়ারির জন্য অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন তাঁদের প্রিয় তারকাদের পর্দায় কেমন লাগে দেখতে।

শুধু দীপিকা নন, এবার প্রভাসের বিপরীতে বলিউডের আর এক নায়িকাও কাজ করছেন। ‘আদিপুরুষ’ ছবিতে কৃতি শ্যানন হচ্ছেন প্রভাসের সীতা। তাঁদের রসায়ন নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে কথা শুরু হয়েছে। আগামী বছর ১২ জানুয়ারির জন্য অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন তাঁদের প্রিয় তারকাদের পর্দায় কেমন লাগে দেখতে।

2 / 5
ম্রুণাল ঠাকুর এবং দুলকার সলমনকে একসঙ্গে দেখা যাবে ‘সীতা রামম’ ছবিতে। ছবিটির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে, আর সেখানে তাঁদের রসায়ন দেখেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

ম্রুণাল ঠাকুর এবং দুলকার সলমনকে একসঙ্গে দেখা যাবে ‘সীতা রামম’ ছবিতে। ছবিটির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে, আর সেখানে তাঁদের রসায়ন দেখেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

3 / 5
দীপিকা পাড়ুকোন যদিও দক্ষিণ ভারতের মেয়ে, কিন্তু তিনি নিজের কেরিয়ার শুরু করেছেন বলিউডের ছবি দিয়েই। এখন তিনি বলিউডের অন্যতম তারকা। অন্যদিকে দক্ষিণের হার্টথ্রব প্রভাস ‘বাহুবলি’ ছবির সারা ভারতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। এবার প্রথমবার দক্ষিণের ছবিতে অভিনয় করছেন দীপিকা। ‘প্রজেক্ট কে’ ছবিতে (যদিও ছবিটি হিন্দি ভার্সান হচ্ছে, তবে মুলত তামিল ছবি এটি) তিনি প্রভাসের সঙ্গে রোম্যান্স করছেন। তাঁদের দুইজনকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য ভক্তকুল অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দীপিকা পাড়ুকোন যদিও দক্ষিণ ভারতের মেয়ে, কিন্তু তিনি নিজের কেরিয়ার শুরু করেছেন বলিউডের ছবি দিয়েই। এখন তিনি বলিউডের অন্যতম তারকা। অন্যদিকে দক্ষিণের হার্টথ্রব প্রভাস ‘বাহুবলি’ ছবির সারা ভারতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। এবার প্রথমবার দক্ষিণের ছবিতে অভিনয় করছেন দীপিকা। ‘প্রজেক্ট কে’ ছবিতে (যদিও ছবিটি হিন্দি ভার্সান হচ্ছে, তবে মুলত তামিল ছবি এটি) তিনি প্রভাসের সঙ্গে রোম্যান্স করছেন। তাঁদের দুইজনকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য ভক্তকুল অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

4 / 5
শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে একসঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতিকে। ছবিটি এখনও ফ্লোরে যায়নি, তবে পুরো টিম ওয়ার্কশপ শুরু করেছে। সম্প্রতি ক্যাটরিনা তাঁদের রিহার্সাল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সিনেমাপ্রেমীরা ক্যাটরিনা ও বিজয়কে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রথমবার ক্যাটরিনাও দক্ষিণী তারকার সঙ্গে রোম্যান্স করবেন পর্দায়।

শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে একসঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতিকে। ছবিটি এখনও ফ্লোরে যায়নি, তবে পুরো টিম ওয়ার্কশপ শুরু করেছে। সম্প্রতি ক্যাটরিনা তাঁদের রিহার্সাল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সিনেমাপ্রেমীরা ক্যাটরিনা ও বিজয়কে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রথমবার ক্যাটরিনাও দক্ষিণী তারকার সঙ্গে রোম্যান্স করবেন পর্দায়।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla