AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: নায়ক থাকলেই ছবি হিট? ‘এটা দুর্ভাগ্যের’, নায়িকাদের অবস্থান নিয়ে বিস্ফোরক বিদ্যা

Vidya Balan: কাহানি থেকে শুরু করে তোমারি সুলু, প্রভৃতি ছবিতেই তিনি ছক্কা হাকিয়েছেন। তবে বেশ কিছু ছবিতে তিনি একাই একশো হলেও প্রশংসা কুড়িয়েছে অন্যকেউ।

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 10:02 PM
Share
বিদ্যা বালান বরাবরই সব বিষয় স্পষ্ট নিজের মতামত রাখতে পছন্দ করেন। কখনও দেখা যায় তাঁকে বলিউডের অন্দর মহল নিয়ে সরব হবে, কখনও আবার নায়ক নায়িকা বিভাজন নিয়েও কথা বলে থাকেন তিনি।

বিদ্যা বালান বরাবরই সব বিষয় স্পষ্ট নিজের মতামত রাখতে পছন্দ করেন। কখনও দেখা যায় তাঁকে বলিউডের অন্দর মহল নিয়ে সরব হবে, কখনও আবার নায়ক নায়িকা বিভাজন নিয়েও কথা বলে থাকেন তিনি।

1 / 5
তবে বর্তমানে হিরো কেন্দ্রিক ছবির বহার বেশ কিছুটা কমেছে বলিউডে। নারী কেন্দ্রিক ছবিও যে বক্স অফিসে ভাল ফল করতে পারে, তা স্পষ্ট একপ্রকার। আর সেই তালিকায় থাকা অন্যতম অভিনেত্রী হলেন বিদ্যা বালান।

তবে বর্তমানে হিরো কেন্দ্রিক ছবির বহার বেশ কিছুটা কমেছে বলিউডে। নারী কেন্দ্রিক ছবিও যে বক্স অফিসে ভাল ফল করতে পারে, তা স্পষ্ট একপ্রকার। আর সেই তালিকায় থাকা অন্যতম অভিনেত্রী হলেন বিদ্যা বালান।

2 / 5
কাহানি থেকে শুরু করে তোমারি সুলু, প্রভৃতি ছবিতেই তিনি ছক্কা হাকিয়েছেন। তবে বেশ কিছু ছবিতে তিনি একাই একশো হলেও প্রশংসা কুড়িয়েছে অন্যকেউ। যা তাঁর মোটেও পছন্দ নয়।

কাহানি থেকে শুরু করে তোমারি সুলু, প্রভৃতি ছবিতেই তিনি ছক্কা হাকিয়েছেন। তবে বেশ কিছু ছবিতে তিনি একাই একশো হলেও প্রশংসা কুড়িয়েছে অন্যকেউ। যা তাঁর মোটেও পছন্দ নয়।

3 / 5
তারমধ্যে একটি ছবি হল মিশন মঙ্গল। বিদ্যা স্পষ্টই জানিয়েছিলেন, মিশন মঙ্গলকে অক্ষয় কুমারের ছবি হিসেবেই উপস্থাপনা করা হয়েছে। যেখানে তাঁর ভূমিকাও নেহাতই কিছু কম ছিল না।

তারমধ্যে একটি ছবি হল মিশন মঙ্গল। বিদ্যা স্পষ্টই জানিয়েছিলেন, মিশন মঙ্গলকে অক্ষয় কুমারের ছবি হিসেবেই উপস্থাপনা করা হয়েছে। যেখানে তাঁর ভূমিকাও নেহাতই কিছু কম ছিল না।

4 / 5
বিদ্যার কথায়, বলিউডের এটা একটি ট্রেন্ড। হিরোর নাম সামনে এনে ছবির ব্যবসা ধরে রাখা। তবে এটা সঠিক নয়। এই প্রথার বদল ঘটান প্রয়োন রয়েছে, বলেই মত তাঁর।

বিদ্যার কথায়, বলিউডের এটা একটি ট্রেন্ড। হিরোর নাম সামনে এনে ছবির ব্যবসা ধরে রাখা। তবে এটা সঠিক নয়। এই প্রথার বদল ঘটান প্রয়োন রয়েছে, বলেই মত তাঁর।

5 / 5