Wet Hair Care: ভেজা চুল খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় সঠিক যত্ন না নিলে, কীভাবে যত্ন নেবেন জেনে নিন…

অনেক সময় চুলের যথাযথ যত্ন নেওয়ার পরেও চুল ঝরা, চুল ফাটা, জট পেকে যাওয়া, চুল ড্যামেজ হওয়ার মতো নানান সমস্যা কমার বদলে বেড়ে যায়। আমরা প্রায়ই ভেজা চুলের উপর এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে থাকি, যার ফলে চুলের মারাত্মক ক্ষতি হয়।

| Edited By: | Updated on: Nov 21, 2021 | 4:40 PM
ভেজা চুলের গোড়া এমনিতেই দুর্বল হয়। এই অবস্থায় চুল বেঁধে রাখলে, তা শুকিয়ে যাওয়ার সাথে সাথে হেয়ার ফলিকলের উপর টান বাড়াতে পারে। এটি চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে মোটেও ভাল নয়।

ভেজা চুলের গোড়া এমনিতেই দুর্বল হয়। এই অবস্থায় চুল বেঁধে রাখলে, তা শুকিয়ে যাওয়ার সাথে সাথে হেয়ার ফলিকলের উপর টান বাড়াতে পারে। এটি চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে মোটেও ভাল নয়।

1 / 5
ভেজা চুল শুকাতে কাপড়ের তোয়ালে দিয়ে ঘষে ঘষে মোছা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এতে চুল ভেঙে যাওয়ার পাশাপাশি, চুলের অপরিবর্তনীয় ক্ষতিও হতে পারে। ভেজা অবস্থায় চুলের ফলিকল অত্যন্ত দুর্বল থাকে, আর এই সময় তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষা হয় তাহলে হেয়ার ফলিকল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভেজা চুল শুকাতে কাপড়ের তোয়ালে দিয়ে ঘষে ঘষে মোছা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। এতে চুল ভেঙে যাওয়ার পাশাপাশি, চুলের অপরিবর্তনীয় ক্ষতিও হতে পারে। ভেজা অবস্থায় চুলের ফলিকল অত্যন্ত দুর্বল থাকে, আর এই সময় তোয়ালে দিয়ে জোরে জোরে ঘষা হয় তাহলে হেয়ার ফলিকল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

2 / 5
ভেজা চুলে কখনই ঘুমানো উচিত নয়। এতে চুল ভেঙে যাওয়ার পাশাপাশি, চুল ড্যামেজ হতে পারে। তবে, আধা শুকনো চুলে ঘুমালেও ক্ষতির মাত্রা তাও কিছুটা কম হয়। তাই হাওয়ায় চুল শুকিয়ে তারপরেই শোওয়া ভাল।

ভেজা চুলে কখনই ঘুমানো উচিত নয়। এতে চুল ভেঙে যাওয়ার পাশাপাশি, চুল ড্যামেজ হতে পারে। তবে, আধা শুকনো চুলে ঘুমালেও ক্ষতির মাত্রা তাও কিছুটা কম হয়। তাই হাওয়ায় চুল শুকিয়ে তারপরেই শোওয়া ভাল।

3 / 5
চুলের স্টাইলের এর জন্য ব্যবহৃত তাপ সরঞ্জাম যেমন - হেয়ার ড্রায়ার, হেয়ার কার্লার, হেয়ার স্ট্রেটনার, এগুলি চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ভেজা চুলে যদি হিট স্টাইলিং সরঞ্জামগুলি ব্যবহার করা হয়, তাহলে চুলের আরও ক্ষতি হতে পারে। কারণ ভেজা চুলে সবচেয়ে বেশি তাপ টানে, ফলে চুল পুড়ে যেতে পারে।

চুলের স্টাইলের এর জন্য ব্যবহৃত তাপ সরঞ্জাম যেমন - হেয়ার ড্রায়ার, হেয়ার কার্লার, হেয়ার স্ট্রেটনার, এগুলি চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ভেজা চুলে যদি হিট স্টাইলিং সরঞ্জামগুলি ব্যবহার করা হয়, তাহলে চুলের আরও ক্ষতি হতে পারে। কারণ ভেজা চুলে সবচেয়ে বেশি তাপ টানে, ফলে চুল পুড়ে যেতে পারে।

4 / 5
ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে। আর ভেজা চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে হেয়ার ফলিকলগুলি আঘাতপ্রাপ্ত হয়। যার ফলে চুলে স্প্লিট এন্ডস, চুল ঝরা এবং ফ্রিজি হয়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ভেজা চুল না আঁচড়ে, চুল সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভাল।

ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে। আর ভেজা চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে হেয়ার ফলিকলগুলি আঘাতপ্রাপ্ত হয়। যার ফলে চুলে স্প্লিট এন্ডস, চুল ঝরা এবং ফ্রিজি হয়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ভেজা চুল না আঁচড়ে, চুল সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর চিরুনি দিয়ে চুল আঁচড়ানো ভাল।

5 / 5
Follow Us: