Best Hair Oil: যতই দাম দিয়ে তেল কিনুন না কেন এই তেলই চুলের জন্য সেরা, জানতেন?

Hair Oil Tips: তিল তেল চুলের বৃদ্ধিতে কাজে আসে। এছাড়াও নিয়মিত ব্যবহার করলে চুলে কোনও রকম সংক্রমণের সম্ভাবনাও থাকে না।

| Edited By: | Updated on: May 29, 2023 | 9:28 PM
চুলের যত্ন নিতে যতই স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট এসব করুন না কেন তেল ছাড়া গতি নেই। চুলের যত্নে নিয়ম করে তেল লাগাতেই হবে চুলে। আবার বেশি তেল লাগালে সেখানেও সমস্যা।

চুলের যত্ন নিতে যতই স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট এসব করুন না কেন তেল ছাড়া গতি নেই। চুলের যত্নে নিয়ম করে তেল লাগাতেই হবে চুলে। আবার বেশি তেল লাগালে সেখানেও সমস্যা।

1 / 8
চুল পড়ে যাওয়া, খুশকির সমস্যা এসব লেগেই থাকে। চুল পড়ে যাওয়া রুখতে বিজ্ঞাপনে বিভিন্ন তেলের প্রচার করা হয়। তবে সব সময় সেই প্রলোভনে পা না দেওয়াই শ্রেয়।

চুল পড়ে যাওয়া, খুশকির সমস্যা এসব লেগেই থাকে। চুল পড়ে যাওয়া রুখতে বিজ্ঞাপনে বিভিন্ন তেলের প্রচার করা হয়। তবে সব সময় সেই প্রলোভনে পা না দেওয়াই শ্রেয়।

2 / 8
কেউ বলেন নারকেল তেল, কেউ বলেন আমন্ড তেল আবার কেউ বলেন বাড়িতে বানানো তেলই চুলের জন্য সেরা। অনেকে আবার পেঁয়াজের তেলও কাজে লাগান।

কেউ বলেন নারকেল তেল, কেউ বলেন আমন্ড তেল আবার কেউ বলেন বাড়িতে বানানো তেলই চুলের জন্য সেরা। অনেকে আবার পেঁয়াজের তেলও কাজে লাগান।

3 / 8
তেল ম্যসাজ করলে চুলের প্রতি গোড়ায় পুষ্টি পৌঁছয়। এর ফলে চুল উজ্জ্বল ও সুন্দর হয়। নিয়মিত তেল ম্যাসাজ করলে ফাটা চুলের সমস্যাও অনেকখানি দূর হয়।

তেল ম্যসাজ করলে চুলের প্রতি গোড়ায় পুষ্টি পৌঁছয়। এর ফলে চুল উজ্জ্বল ও সুন্দর হয়। নিয়মিত তেল ম্যাসাজ করলে ফাটা চুলের সমস্যাও অনেকখানি দূর হয়।

4 / 8
তবে কোন তেল আপনার চুলের জন্য সেরা তা জানেন কি? বিশেষজ্ঞদের মতে সবথেকে সেরা হল নারকেল তেল। ভার্জিন কোকোনাট অয়েল চুলের জন্য খুবই ভাল।

তবে কোন তেল আপনার চুলের জন্য সেরা তা জানেন কি? বিশেষজ্ঞদের মতে সবথেকে সেরা হল নারকেল তেল। ভার্জিন কোকোনাট অয়েল চুলের জন্য খুবই ভাল।

5 / 8
সপ্তাহে এক-দু দিন এই নারকেল তেল অবশ্যই চুলে লাগান। চুলের পুষ্টি জোগাতে খুব ভাল কাজ করে আমন্ড অয়েল। চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজে আসে এই তেল। খুশকির সমস্যা দূর করতেও তা কাজে আসে।

সপ্তাহে এক-দু দিন এই নারকেল তেল অবশ্যই চুলে লাগান। চুলের পুষ্টি জোগাতে খুব ভাল কাজ করে আমন্ড অয়েল। চুলের আর্দ্রতা বজায় রাখতে কাজে আসে এই তেল। খুশকির সমস্যা দূর করতেও তা কাজে আসে।

6 / 8
অলিভ অয়েলও কিন্তু চুলের জন্য ভাল। এই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চারাইজার থাকে। চুলের বৃদ্ধির জন্য এই তেল বেশ উপকারী।

অলিভ অয়েলও কিন্তু চুলের জন্য ভাল। এই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চারাইজার থাকে। চুলের বৃদ্ধির জন্য এই তেল বেশ উপকারী।

7 / 8
ক্যাস্টর অয়েলও চুলের জন্য দারুণ কাজ করে। অতিরিক্ত চুল উঠে যাওয়ার সমস্যা হলে নিয়ম করে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। শুধুমাত্র চুল ওঠা নয়, চুলের বৃদ্ধিতেও কাজে আসে এই ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েলও চুলের জন্য দারুণ কাজ করে। অতিরিক্ত চুল উঠে যাওয়ার সমস্যা হলে নিয়ম করে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। শুধুমাত্র চুল ওঠা নয়, চুলের বৃদ্ধিতেও কাজে আসে এই ক্যাস্টর অয়েল।

8 / 8
Follow Us: