Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajol Controversy: বিপদের দিনে কেন শাহরুখের পাশে ছিলেন না কাজল! কারণ জানিয়ে সপাট উত্তর অজয়-ঘরণীর

Shah Rukh Khan: সেই সময় পাশে দাঁড়ানোতো দুরের কথা, এমন কি জন্মদিনে শুভেচ্ছাটুকুও জানাননি কাজল। যা নজরে আসে কিং খানের ভক্তদের। তার জেরেই শুরু হয়ে যায় নানা জল্পনা।

| Edited By: | Updated on: May 02, 2022 | 11:52 PM
শাহরুখের সঙ্গে কাজলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, বারে বারে তার প্রমাণ মিলেছে অতীতে। তবে সম্পর্কের উষ্ণতার মাঝে কোথাও গিয়ে যেন ছন্দ হারিয়ে যায় সেই চেনা সমীকরণের।

শাহরুখের সঙ্গে কাজলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, বারে বারে তার প্রমাণ মিলেছে অতীতে। তবে সম্পর্কের উষ্ণতার মাঝে কোথাও গিয়ে যেন ছন্দ হারিয়ে যায় সেই চেনা সমীকরণের।

1 / 6
ঠিক সেই কারণেই কি বিমুখ হয়েছিলেন কাজল! মাদক কান্ডে জেলে আরিয়ান, শুটিং বন্ধ করে রাতারাতি শাহরুখ খানের জীবন গিয়েছিল বদলে। ছেলেকে ফেরানোর চেষ্টায় হয়ে উঠেছিলেন মরিয়া।

ঠিক সেই কারণেই কি বিমুখ হয়েছিলেন কাজল! মাদক কান্ডে জেলে আরিয়ান, শুটিং বন্ধ করে রাতারাতি শাহরুখ খানের জীবন গিয়েছিল বদলে। ছেলেকে ফেরানোর চেষ্টায় হয়ে উঠেছিলেন মরিয়া।

2 / 6
কাজলের সঙ্গে বাজিগর দিয়ে পথ চলা শুরু হলেও, কোথাও গিয়ে যে, কাজলের সঙ্গে তাঁর সম্পর্কটা শুরুতে মোটেও স্বাভাবিক ছিল না। বচসাতে জড়িয়েছেন তাঁরা বারে বারে।

কাজলের সঙ্গে বাজিগর দিয়ে পথ চলা শুরু হলেও, কোথাও গিয়ে যে, কাজলের সঙ্গে তাঁর সম্পর্কটা শুরুতে মোটেও স্বাভাবিক ছিল না। বচসাতে জড়িয়েছেন তাঁরা বারে বারে।

3 / 6
তবে ডিডিএলজে-র মত ছবি কি কেউ হাত ছাড়া করে! হ্যাঁ শাহরুখ খান করতে চেয়েছিলেন। বারে বারে প্রস্তাব আসার সত্ত্বেও তিনি বলেছিলেন তিনি অভিনয় করবেন না এই ছবিতে।

তবে ডিডিএলজে-র মত ছবি কি কেউ হাত ছাড়া করে! হ্যাঁ শাহরুখ খান করতে চেয়েছিলেন। বারে বারে প্রস্তাব আসার সত্ত্বেও তিনি বলেছিলেন তিনি অভিনয় করবেন না এই ছবিতে।

4 / 6
শাহরুখ খান, মানেই যাঁর সঙ্গে একটাই শব্দ পরিপুরক, তা হল রোম্যান্স। রোম্যান্টিক সুপারস্টার একটা সম কেরিয়ার নিয়ে ঠিক কেমন ভাবনা পোষণ করতেন জানলে অবাক হবেন।

শাহরুখ খান, মানেই যাঁর সঙ্গে একটাই শব্দ পরিপুরক, তা হল রোম্যান্স। রোম্যান্টিক সুপারস্টার একটা সম কেরিয়ার নিয়ে ঠিক কেমন ভাবনা পোষণ করতেন জানলে অবাক হবেন।

5 / 6
আর ঠিক সেই পরিস্থিতির কথা ভেবেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে চাননি কাজল। সকলের সামনে নিজের মত স্পষ্ট জানাতে পিছপা হননি তিনি।

আর ঠিক সেই পরিস্থিতির কথা ভেবেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানাতে চাননি কাজল। সকলের সামনে নিজের মত স্পষ্ট জানাতে পিছপা হননি তিনি।

6 / 6
Follow Us: