Yash and Ena: যশ-এনার নতুন জার্নি, কোন পথে এগোচ্ছে?

Yash and Ena: গত বছর ‘এসওএস কলকাতা’ ছবির প্রোমোশনে এই সময় ব্যস্ত ছিলেন যশ এবং এনা। সে ছবির প্রযোজক ছিলেন এনা। যশ ছাড়াও নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী অভিনয় করেছিলেন।

| Edited By: | Updated on: Sep 25, 2021 | 4:21 PM
গত এই সময়টাতে একসঙ্গেই ছিলেন তাঁরা। এ বছরও এক সঙ্গে কাটছে সময়। তাঁরা অর্থাৎ অভিনেতা যশ এবং এনা সাহা। হয়তো ভাবছেন যশের সঙ্গে হঠাৎ আলোচনায় নুসরতের বদলে কেন উঠে এল এনা সাহার নাম?

গত এই সময়টাতে একসঙ্গেই ছিলেন তাঁরা। এ বছরও এক সঙ্গে কাটছে সময়। তাঁরা অর্থাৎ অভিনেতা যশ এবং এনা সাহা। হয়তো ভাবছেন যশের সঙ্গে হঠাৎ আলোচনায় নুসরতের বদলে কেন উঠে এল এনা সাহার নাম?

1 / 7
আসলে গত বছর ‘এসওএস কলকাতা’ ছবির প্রোমোশনে এই সময় ব্যস্ত ছিলেন যশ এবং এনা। সে ছবির প্রযোজক ছিলেন এনা। যশ ছাড়াও নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী অভিনয় করেছিলেন।

আসলে গত বছর ‘এসওএস কলকাতা’ ছবির প্রোমোশনে এই সময় ব্যস্ত ছিলেন যশ এবং এনা। সে ছবির প্রযোজক ছিলেন এনা। যশ ছাড়াও নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী অভিনয় করেছিলেন।

2 / 7
এ বছর ‘চিনেবাদাম’-এর জন্য একসঙ্গে সময় কাটাচ্ছেন যশ এবং এনা। ‘চিনেবাদাম’-এর শুটিং চলছে। এই ছবির প্রযোজকও এনা। অভিনয়ে রয়েছেন তিনি এবং যশ।

এ বছর ‘চিনেবাদাম’-এর জন্য একসঙ্গে সময় কাটাচ্ছেন যশ এবং এনা। ‘চিনেবাদাম’-এর শুটিং চলছে। এই ছবির প্রযোজকও এনা। অভিনয়ে রয়েছেন তিনি এবং যশ।

3 / 7
শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। শিলাদিত্যর সঙ্গে এনার এটাই প্রথম কাজ। পাশাপাশি এই ছবির মাধ্যমে জুটি হিসেবেও যশ এবং এনাকে নতুন ভাবে পাবেন দর্শক।

শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হতে চলেছে এই ছবি। শিলাদিত্যর সঙ্গে এনার এটাই প্রথম কাজ। পাশাপাশি এই ছবির মাধ্যমে জুটি হিসেবেও যশ এবং এনাকে নতুন ভাবে পাবেন দর্শক।

4 / 7
টলিউডে এখন বেশ কিছু তরুণ প্রযোজক কাজ করছেন। যাঁদের মধ্যে এনা অন্যতম। নিজের প্রোডাকশন হাউজ থেকে অন্য ধারার ভাবনা চিন্তার কিছু কাজ দর্শকের জন্য নিয়ে আসতে চলেছেন তিনি।

টলিউডে এখন বেশ কিছু তরুণ প্রযোজক কাজ করছেন। যাঁদের মধ্যে এনা অন্যতম। নিজের প্রোডাকশন হাউজ থেকে অন্য ধারার ভাবনা চিন্তার কিছু কাজ দর্শকের জন্য নিয়ে আসতে চলেছেন তিনি।

5 / 7
অভিনেত্রী হিসেবে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চান এনা। সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন। পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন রকমের কাজের প্রতি উৎসাহ রয়েছেন তাঁর।

অভিনেত্রী হিসেবে আরও অনেকটা পথ এগিয়ে যেতে চান এনা। সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন। পাশাপাশি প্রযোজক হিসেবেও নতুন রকমের কাজের প্রতি উৎসাহ রয়েছেন তাঁর।

6 / 7
গত কয়েক মাস ধরে যশের ব্যক্তি জীবন ছিল সংবাদ শিরোনামে। নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল বিভিন্ন মহলে। সে সব নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি যশ। তবে পুরোদমে কাজের জগতে ফোকাস করেছেন তিনি।

গত কয়েক মাস ধরে যশের ব্যক্তি জীবন ছিল সংবাদ শিরোনামে। নুসরত জাহানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল বিভিন্ন মহলে। সে সব নিয়ে সরাসরি এখনও মুখ খোলেননি যশ। তবে পুরোদমে কাজের জগতে ফোকাস করেছেন তিনি।

7 / 7
Follow Us: