কংগ্রেস-আইএসএফ দ্বন্দ্ব মেটাতে আলিমুদ্দিনে জোটের বৈঠক
জোটের জটিলতা কাটাতে আলিমুদ্দিনে ত্রিমুখী বৈঠক।
জোটের জটিলতা কাটাতে আলিমুদ্দিনে ত্রিমুখী বৈঠক। সিপিআইএম-এর রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে বৈঠকে বসছেন সংযুক্ত মোর্চার নেতারা। আজ বৈঠকে থাকার কথা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের নেতা নওশাদ সিদ্দিকি। প্রসঙ্গত, আইএসএফ (ISF)-এর সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে অসন্তোষ। অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা করেছেন আনন্দ শর্মা। পাল্টা তোপ দেগেছেন অধীরও।
Published on: Mar 02, 2021 03:01 PM