West Bengal Election 2021: কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন দেবাংশু ভট্টাচার্য?

Debasmita Chakraborty

|

Updated on: Mar 01, 2021 | 5:27 PM

তৃণমূলের তালিকায় সম্ভাব্য নাম হিসাবে উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য।

তৃণমূলের তালিকায় সম্ভাব্য নাম হিসাবে উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম। ইতিমধ্যেই রাজ্য তৃণমূলের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন দেবাংশু। অন্যদিকে উত্তর ২৪ পরগনার যুব নেতা হিসাবে তৃণাঙ্কুরের নামও বেশ চর্চিত। এই দুই তরুণ তুর্কীকে এবার প্রার্থী হিসাবে বিধানসভা ভোটের ময়দানে নামাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বালিতে প্রার্থী হতে পারেন দেবাংশু। ছাত্র পরিষদ থেকে উঠে আসা তৃণাঙ্কুরকে দেওয়া হতে পারে উত্তর ২৪ পরগনার কোনও আসন। সেক্ষেত্রে জল্পনা বীজপুর নিয়ে। যে বীজপুর মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের গড়। শোনা যাচ্ছে মুখপাত্র সুদীপ রাহার নামও।

 

Published on: Mar 01, 2021 01:13 PM