কেন বারবার পিসি-ভাইপোর নাম করেন? প্রশ্নের উত্তরে অকপট নাড্ডা
TV9 বাংলার মুখোমুখি হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সওয়াল জবাবে বিঁধলেন ‘পিসি-ভাইপো’-কে। একই সঙ্গে ব্যক্ত করলেন বাংলার প্রতি তাঁর আবেগানুভূতি।
৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ৬ তারিখ সাহাপুরে দলীয় কর্মসূচি সেরে নবদ্বীপ গিয়েছিলেন তিনি। সেখানে দর্শন করেছিলেন শ্রীচৈতন্য ধাম। আজ আবার সেই ‘মন্দির নগরী’ কালনায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে মঙ্গলবারই বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে তারা মায়ের দর্শন করে পুজো দিলেন জেপি নাড্ডা। তারপর গেরুয়া পতাকা উড়িয়ে শুভারম্ভ করলেন পরিবর্তন যাত্রার (Parivartan Yatra)। এই সফর সূচির মধ্যেই TV9 বাংলার মুখোমুখি হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সওয়াল জবাবে বিঁধলেন ‘পিসি-ভাইপো’-কে। একই সঙ্গে ব্যক্ত করলেন বাংলার প্রতি তাঁর আবেগানুভূতি।