৮ হাজারের ওপর ক্লাবকে ৮৩ কোটি টাকা দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বাংলার ক্রীড়াবিদদের সম্মানিত করে পাল্টা আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হলদিয়ার সরকারি সভা থেকে রবিবার ফুটবলের ভাষায় তৃণমূলের ‘ফাউল’ গুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বাংলার ক্রীড়াবিদদের সম্মানিত করে পাল্টা আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘খেলাশ্রী’ মঞ্চ থেকে কৃতীদের ‘খেল সম্মান’, ‘বাংলার গৌরব’, ‘ক্রীড়া গুরু’ ও ‘জীবনকৃতী’ সম্মানে ভূষিত করলেন তিনি। অতীতে ক্লাব অনুদান নিয়ে বিরোধীরা ‘খয়রাতির’ অভিযোগ তুললেও এ দিন ৮,২৮৯টি ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।