প্রার্থী তালিকা ঘোষণার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে হাবড়ায় দেওয়াল লিখন!

প্রার্থী তালিকা ঘোষণার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে হাবড়ায় দেওয়াল লিখন!

ishita marick |

Mar 01, 2021 | 2:11 PM

জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) নামে দেওয়াল লিখন শুরু। বিতর্ক ঢাকতে ভরসা ত্রিপল।

একুশের নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) মাথায় রেখে  সোমবারই সম্ভবত আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। তার আগেই হাবড়ায় (North 24 Parganas) জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) নামে দেওয়াল লিখন শুরু। বিতর্ক দানা বাঁধতেই দেওয়াল আবার ঢেকে দেওয়া হল ত্রিপল দিয়েও।