অভিষেক আমার থেকে কোনও স্পেশ্যাল প্রায়োরিটি পায় না: মমতা বন্দ্যোপাধ্যায়

ishita marick |

Feb 18, 2021 | 8:32 PM

কেন ভাইপোকে রাজনীতিতে এনেছিলেন, কেনই বা তাঁকেই বারবার বিজেপি টার্গেট করছে, পৈলানে অভিষেকের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেই অজানা ব্যক্তিগত কথাই আজ প্রকাশ্যে জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কেন ভাইপোকে রাজনীতিতে এনেছিলেন, কেনই বা তাঁকেই বারবার বিজেপি টার্গেট করছে, পৈলানে অভিষেকের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেই অজানা ব্যক্তিগত কথাই আজ প্রকাশ্যে জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার একদিকে যখন শাহি-সভার উত্তাপ, তখনই আরেক প্রান্তে মাটি তপ্ত করছে মমতা-অভিষেকের যুগলবন্দি। অভিষেক অবশ্য এদিন নিজের বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করেননি। ২৫টি বিধানসভার কর্মীদের সামনে এদিন প্রথম থেকেই চাঁচাছোলা ভাষায় শাহকে আক্রমণ করেছেন মমতা। কখনও তা পৌঁছেছে তুই-তোকারির পর্যায়েও।

 

কেন ভাইপোকে রাজনীতিতে এনেছিলেন, কেনই বা তাঁকেই বারবার বিজেপি টার্গেট করছে, পৈলানে অভিষেকের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে সেই অজানা ব্যক্তিগত কথাই আজ প্রকাশ্যে জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার একদিকে যখন শাহি-সভার উত্তাপ, তখনই আরেক প্রান্তে মাটি তপ্ত করছে মমতা-অভিষেকের যুগলবন্দি। অভিষেক অবশ্য এদিন নিজের বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করেননি। ২৫টি বিধানসভার কর্মীদের সামনে এদিন প্রথম থেকেই চাঁচাছোলা ভাষায় শাহকে আক্রমণ করেছেন মমতা। কখনও তা পৌঁছেছে তুই-তোকারির পর্যায়েও।

 

Next Article