মনোজ তিওয়ারি তৃণমূলে? মমতার সভায় যোগদানের সম্ভাবনা
মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি তৃণমূলে? মমতার সভায় যোগদানের সম্ভাবনা

sreejayee das |

Feb 23, 2021 | 4:18 PM

শুধুমাত্র মন্ত্রিত্বই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন একে একে সবকিছু থেকেই নিজেকে সরিয়ে নেন লক্ষ্মী।

এবার রাজনীতির পথে পা রাখতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। এ নিয়ে প্রাক্তন বাংলা অধিনায়কের প্রতিক্রিয়া, মঙ্গলবার সন্ধ্যা ৬টার যা জানানোর তিনি বলবেন।

কিছুদিন আগেই তৃণমূলের যাবতীয় পদ থেকে সরে দাঁড়ান আরেক ক্রিকেট তারকা লক্ষ্মীরতন শুক্লা। শুধুমাত্র মন্ত্রিত্বই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন একে একে সবকিছু থেকেই নিজেকে সরিয়ে নেন লক্ষ্মী। এরইমধ্যে জল্পনা, তৃণমূল ‘লক্ষ্মী-হারা’ হলেও, প্রাক্তন বাংলা অধিনায়ককে দলে টেনে নতুন চমক দিতে চলেছে তারা।