দামে আরও ঝাঁঝ! হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ

দামে আরও ঝাঁঝ! হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ

ishita marick |

Feb 26, 2021 | 3:26 PM

পাইকারি বাজারে পেঁয়াজ ( Onion) কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা হলেও, কোথাও ৬০ আবার কোথাও কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত কয়েক দিনের মধ্যে এক লাফে বেড়ে গিয়েছে পেঁয়াজের ( Onion) দাম। পাইকারি বাজারে কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা হলেও, কোথাও ৬০ আবার কোথাও কেজি প্রতি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজ্যের টাস্ক ফোর্সের কর্তারা জানাচ্ছেন, নাসিক থেকে পেঁয়াজ আসতে দেরি হচ্ছে। এ রাজ্যের বিভিন্ন জেলার উত্‍পাদিত পেঁয়াজও এখনও পাইকারি বাজারে ঢোকেনি ( West Bengal ) । তবে তাঁরা আশ্বাস দিচ্ছেন, শীঘ্রই দাম কমবে পেঁয়াজের।

Published on: Feb 26, 2021 12:32 PM