৭০ টাকা কেজি পেঁয়াজ! দামের ঝাঁঝে চোখে জল আম-জনতার
দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। ফেব্রুয়ারি মাসে তিন ধাপে ১০০ টাকা দাম বেড়ে গ্যাসের দাম হয়েছে ৮২০ টাকা ২৫ পয়সা।
কলকাতা: পেট্রোপণ্যের পাশাপাশি এবার বাজার আগুন আনাজেরও। করোনা কালের পর ফের আবার দাম বাড়ল পেঁয়াজের। আমজনতার আশঙ্কা সেঞ্চুরি ছুঁতে পারে পেঁয়াজের দাম।
গত কয়েকদিনে লাগাতার দাম বেড়েছে পেঁয়াজের। পাইকারি বাজারে কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকা হলেও, কোথাও ৬০ টাকা কোথাও বা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আগুনে দামে মাথায় হাত সাধরণের।
উল্লেখ্য, লকডাউনে একবার শতক ছুঁয়েছিল পেঁয়াজের দাম। পরে ধাপে ধাপে সেই দাম কমে নেমে আসে কেজি প্রতি ৩০ টাকায়। ইদানিং, ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের মূল্য।
ঝাড়গ্রাম রেল সবজি মার্কেটের বিক্রেতারা জানাচ্ছেন, দাম বাড়াতে বিক্রি কমেছে পেঁয়াজের। তাই সামান্য লাভ রেখেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
রাজ্যের টাস্ক ফোর্সের কর্তারা জানাচ্ছেন, নাসিক থেকে পেঁয়াজ আসতে দেরি হচ্ছে। এ রাজ্যের বিভিন্ন জেলার উত্পাদিত পেঁয়াজও এখনও পাইকারি বাজারে ঢোকেনি। তবে তাঁরা আশ্বাস দিচ্ছেন, শীঘ্রই দাম কমবে পেঁয়াজের।
আরও পড়ুন: মেডিক্যালে ইন্টার্ন ‘সঙ্কট’! ভোটের বাংলায় চিকিৎসা বিভ্রাটের চোখ রাঙানি
শুধু কলকাতায় নয়, পেঁয়াজের দাম বেড়েছে গোটা দেশ জুড়ে। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১১ জানুয়ারি ২০২১-এ হায়দরাবাদে ১ কিলো পেঁয়াজের দাম ৩৪ টাকা ছিল যা এখন ২৬ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।
১১ জানুয়ারির তুলনায় ১১ ফেব্রুয়ারি দিল্লিতে পেঁয়াজের দাম ১৯ টাকা, মীরটে ২০ টাকা, মু্ম্বইয়ে ১৪ টাকা, শিলঙে ১০ টাকা বেড়েছে। অন্যদিকে নাসিক, রাজকোট, কলকাতা ও নাগপুরে পেঁয়াজের দাম ১৫ টাকা প্রতি কিলো বেড়েছে।
আরও পড়ুন: দামোদরের চর জুড়ে প্রায় আড়াইশো বিঘা জমির পোস্ত চাষে চালানো হল ট্র্যাক্টর
পাশাপাশি দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। ফেব্রুয়ারি মাসে তিন ধাপে ১০০ টাকা দাম বেড়ে গ্যাসের দাম হয়েছে ৮২০ টাকা ২৫ পয়সা। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাজ্যের অংশের সেস থেকে পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
জ্বালানি তেলের দাম যখন সেঞ্চুরি ছুঁই ছুঁই, তখন লিটার প্রতি ১ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। গত ২১ ফেব্রুয়ারি, ভার্চুয়াল সংবাদিক বৈঠকে অমিত মিত্রের ঘোষণা অনুয়ায়ী, ২৩ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি এক টাকা করে কমেছে।
আরও পড়ুন: West Bengal Election Date 2021 আজই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট
বিধানসভা নির্বাচনের আগে এমন ব্যাপকহারে মূল্যবৃদ্ধিতে রীতিমতো বিপদে পড়েছেন আমজনতা। দেশের সবচেয়ে বড় পেঁয়াজ মান্ডি লাসলগাঁও এপিএমসি-তে পেঁয়াজের রেট গত ১০ দিনে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। যদিও, বিশেষজ্ঞদের মতে মার্চের পর পেঁয়াজের দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে।