West Bengal Assembly Election 2021: ত্রিশঙ্কু হলে মমতা কী করবেন? ব্রিগেডে প্রশ্ন সীতারাম ইয়েচুরির
ছবি - টিভি নাইন বাংলা

West Bengal Assembly Election 2021: ত্রিশঙ্কু হলে মমতা কী করবেন? ব্রিগেডে প্রশ্ন সীতারাম ইয়েচুরির

Debasmita Chakraborty | Edited By: সৌরভ পাল

Mar 01, 2021 | 2:06 PM

ইয়েচুরির কথায়, সেক্যুলার মোর্চার হাত ধরে এ রাজ্যে পরিবর্তন হবে।

ভোটের ফল ত্রিশঙ্কু হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ দেখতে পাবেন। ব্রিগেডের মঞ্চেও আরও একবার সে কথা শোনা গেল সিপিএমের বর্ষীয়ান নেতা সীতারাম ইয়েচুরির গলায়।তিনি বলেন,”যদি মমতা ভাজপার সঙ্গে সমঝোতা করেন, তবে তাতে অবাক হবেন না। এটাই ওদের সংস্কার।” ইয়েচুরির কথায়, সেক্যুলার মোর্চার হাত ধরে এ রাজ্যে পরিবর্তন হবে। টাকার খেলা খেলে কোনও কিছুই আটকানো যাবে না। এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সুর চড়িয়ে ইয়েচুরি বলেন, “বিজেপি তৃণমূল মুদ্রার এপিঠ ওপিঠ। নিজের নামে ক্রিকেট স্টেডিয়াম বানিয়ে নিলেন। কৃষকদের জন্য আলাদা আর বড়লোকদের জন্য আলাদা ব্যবস্থা। ওরা জানে না ‘হম’ শব্দে হ মানে হিন্দু ম মানে মুসলমান।”

 

 

Published on: Feb 28, 2021 05:26 PM