বাম-ব্রিগে়ডের দিনই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা?
সূত্রের খবর, ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস ( TMC) । এখন শুধু ঘোষণার অপেক্ষা।
বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে ( West Bengal Election 2021 )। প্রাথমিকভাবে এখন সকলেরই নজর প্রার্থী তালিকায়। কোন দল কোন কেন্দ্রে কাকে প্রার্থী করে, সে দিকেই তাকিয়ে সব মহল। তবে সূত্রের খবর, ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস ( TMC ) । এখন শুধু ঘোষণার অপেক্ষা। গত লোকসভা ভোটেও প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেসই। বাকিরা যখন ৪২ কেন্দ্রের মুখ খুঁজতে নাকানি চোবানি খাচ্ছে, তখন তৃণমূল কিন্তু প্রতিটি কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। এ বারও বিরোধীদের গতি ততটাই শ্লথ হবে কি না তা তো সময়ই বলবে। তবে শোনা যাচ্ছে, তৃণমূল তৈরি। শাসকদলের অন্দরের খবর, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ১২ জনের যে নির্বাচনী কমিটি তৈরি করেছেন, তাঁদের নিয়ে বৈঠকে বসবেন। এরপরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।