West Bengal Assembly Elections 2021 ।খেলা হবে ৮ দফায়, হারিয়ে ভূত করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়

Debasmita Chakraborty | Edited By: sreejayee das

Feb 27, 2021 | 12:35 PM

কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us

কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ রাজ্যের নির্বাচন ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েও সোচ্চার হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিহারে ২৪০টি আসনে ৩ দফায় ভোট হয়েছে, অসমে ৩ দফায় নির্বাচন। তামিলনাড়ুতে একদিনে নির্বাচন। কেরলে সিপিএম সরকার আছে, একদিনে নির্বাচন হচ্ছে। বাংলায় ২৯৪টি আসনে ৮ দফায় ভোট কাকে সুবিধা করে দেওয়ার জন্য? আমার কাছে বিজেপি সূত্রেই খবর আছে, বিজেপির কথা অনুযায়ী দিনক্ষণ ঠিক হয়েছে।” কেন এক জেলায় দফা ভাগ করে ভোট, নির্বাচন কমিশনকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে হুঙ্কার, ৮ দফায় ভোট? হারিয়ে ভূত করে দেব। প্রত্যয়ী মমতা বলেন, “বাংলাকে আমি কিন্তু ভাল চিনি। জেলা থেকে জেলা, সীমান্ত থেকে সীমান্ত, কেন্দ্র থেকে কেন্দ্র, আমি চিনি. আমরা স্ট্রিট ফাইটার. আমরা উইনার।”

 

কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ রাজ্যের নির্বাচন ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েও সোচ্চার হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিহারে ২৪০টি আসনে ৩ দফায় ভোট হয়েছে, অসমে ৩ দফায় নির্বাচন। তামিলনাড়ুতে একদিনে নির্বাচন। কেরলে সিপিএম সরকার আছে, একদিনে নির্বাচন হচ্ছে। বাংলায় ২৯৪টি আসনে ৮ দফায় ভোট কাকে সুবিধা করে দেওয়ার জন্য? আমার কাছে বিজেপি সূত্রেই খবর আছে, বিজেপির কথা অনুযায়ী দিনক্ষণ ঠিক হয়েছে।” কেন এক জেলায় দফা ভাগ করে ভোট, নির্বাচন কমিশনকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে হুঙ্কার, ৮ দফায় ভোট? হারিয়ে ভূত করে দেব। প্রত্যয়ী মমতা বলেন, “বাংলাকে আমি কিন্তু ভাল চিনি। জেলা থেকে জেলা, সীমান্ত থেকে সীমান্ত, কেন্দ্র থেকে কেন্দ্র, আমি চিনি. আমরা স্ট্রিট ফাইটার. আমরা উইনার।”

 

Next Video