ডিসেম্বরেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু, সঙ্গে কারা?
শোনা যাচ্ছে, শুভেন্দুর দিল্লি যাত্রায় দোসর হচ্ছেন রাজ্যের আরও কয়েকজন তৃণমূল বিধায়ক।
![ডিসেম্বরেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু, সঙ্গে কারা? ডিসেম্বরেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু, সঙ্গে কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2020/12/suvendu.jpg?w=1280)
সৌরভ গুহ
কবে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)? যোগদান পর্ব কি রাজ্যেই হবে নাকি অতীতে মুকুল রায় (Mukul Roy), অর্জুন সিং (Arjun Singh), শোভন চট্টোপাধ্যায়দের মতো ‘দাদা’-র যোগদানও হবে দিল্লিতেই? সূত্রের খবর, চলতি মাসের মাঝামাঝিই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে। তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেবেন শুভেন্দু। বাংলার কোথায় কোথায় উন্নয়ন প্রয়োজন, কোন কোন দিকে বেশি নজর দেওয়া দরকার, সেসবই উল্লেখ থাকবে ওই স্মারকলিপিতে। বিজেপির অন্দরে খবর, এই স্মারকলিপিকে সামনে রেখেই সম্পন্ন হবে শুভেন্দুর বিজেপিতে যোগদানের নাটকীয় পর্ব।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইলে তৃণমূলকে ভোট দিন, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
শোনা যাচ্ছে, শুভেন্দুর দিল্লি যাত্রায় দোসর হচ্ছেন রাজ্যের আরও কয়েকজন তৃণমূল বিধায়ক। পূর্ব মেদিনীপুর ছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ গরগনা মিলিয়ে অন্তত ১০ জন বিধায়ক অনুগামী হয়ে ‘দাদা’-র সঙ্গেই দিল্লি যাবেন বলে জানা যাচ্ছে। সূত্রের আরও খবর, বিধায়ক ছাড়াও শুভেন্দু অধিকারী ‘টার্গেট’ করছেন জেলা স্তরের মাঝারি নেতাদের। মোদ্দা কথা, যারা ভোট করান, তাঁদেরই দলে টানতে চাইছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন : একুশের আগেই এক্সট্রা মাইলেজ! নেতাজীর স্মরণে মাঝেরহাট ব্রিজের নতুন নাম ‘জয় হিন্দ’ করল মমতা সরকার
এখন প্রশ্ন কেন এই বিলম্ব? শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা কার্যত দল ছাড়ার ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, ‘নন্দীগ্রামের নায়ক’ কেবল অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অ্যাকশন’-এর। শুভেন্দু ঘনিষ্ঠদের অনেকেই ইতিউতি বলছেন, ‘দাদা স্রেফ দলের বহিষ্কারের অপেক্ষায়।’ এদিকে তৃণমূলও দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে, তাঁকে কোনও ভাবেই ‘শহিদ’ করা হবে না। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, যেতে হলে চলে যাক, তবে শহিদের মর্যাদা তাঁকে কোনও ভাবেই দিতে চায় না তৃণমূল। দল শুভেন্দুকে বহিষ্কার করবে না।
আরও পড়ুন : আজ থেকেই শুরু ‘দুয়ারে সরকার’, দু’মাসে ২০ হাজার শিবির
বঙ্গ রাজনীতিতে দলবদলের ইতিহাস এই প্রথম নয়। অতীতে সিপিএম-কংগ্রেস ভাঙিয়ে ঘর গুছিয়েছে তৃণমূল। এবার তৃণমূল ভাঙিয়ে একই পথে হাঁটছে বিজেপিও। তবে অধিকারী পরিবারের ‘যুবরাজ’-কে নিয়ে ধোঁয়াশার কোনও অন্ত নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নাটকের যবনিকা পতন আসন্ন। একা নন, মমতা মন্ত্রিসভার মন্ত্রী ও বিধায়কসহ জেলার মাঝারি মাপের নেতাদের নিয়েই পদ্মশিবিরে নোঙর ফেলবেন তৃণমূলের বিদ্রোহী নেতা শুভেন্দু।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)