একুশের ভোটে রাজনীতির ময়দানে সৌরভ, গেরুয়া শিবিরে যোগ?
TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিলেন মহারাজ নিজেই।
আগামী রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জোর জল্পনা, সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এ নিয়ে TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিলেন মহারাজ নিজেই। জানিয়ে দিলেন, এ জল্পনা সত্যি নয়। মঙ্গলবার হঠাৎই খবর ছড়ায় নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছিলাম বিশ্রামে ছিলেন। উনি এই রোদে যদি নেট প্র্যাক্টিসে আসেন, মানে খেলার আগে ওয়ার্ম আপে, মানুষ তো মনে হচ্ছে এমনই চাইছেন। ওনার যদি মনে হয় এই আবহাওয়ায় ভাল, নামবেন।” এরপরই শুরু হয় জোর জল্পনা। এ নিয়ে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তাঁর স্পষ্ট জবাব, ‘নট ট্রু’।