বাংলার মেয়ে বনাম ভূমিপুত্র, নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথ?
"মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে আধ লাখ ভোটে হারাব।"
১৮ জানুয়ারিই নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থী হতে ইচ্ছুক। মঞ্চে দাঁড়িয়েই সুব্রত বক্সিকে অনুরোধ করেছিলেন, প্রার্থী তালিকায় নন্দীগ্রামেও তাঁর নাম যেন রাখা হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে আধ লাখ ভোটে হারাব।” বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকে শুভেন্দুকেই প্রার্থী করতে চায় বিজেপির একাংশ।
Published on: Mar 03, 2021 01:08 PM