তৃণমূলে তারা যোগ, ঘাসফুল শিবিরে এবার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও
এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বড় পর্দার অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে যোগ দিলেন আরও এক তারকা। এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বড় পর্দার অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এর আগে তৃণমূল ও বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার একাধিক অভিনেতা, পরিচালক। রাজনীতিতে প্রবেশ করেছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মালিয়া প্রমুখ। এঁদের কয়েকজন তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে খবর। এই প্রেক্ষিতে বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন আরও এক নায়িকা।
Published on: Mar 03, 2021 12:47 PM