তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলে যোগ দিলেন আরও এক তারকা। এবার ঘাসফুল শিবিরে যোগদান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee)
কলকাতা: তৃণমূলে যোগ দিলেন আরও এক তারকা। এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন বড় পর্দার অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এর আগে তৃণমূল ও বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার একাধিক অভিনেতা, পরিচালক। রাজনীতিতে প্রবেশ করেছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মালিয়া প্রমুখ। এঁদের কয়েকজন তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে খবর। এই প্রেক্ষিতে বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন আরও এক নায়িকা।
এছাড়াও এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন শিক্ষাবিদ সন্দীপ কুমার পাল। মির্জাপুর সিটি কলেজ অফ কমার্সের অধ্যক্ষ সন্দীপ বাবু তৃণমূলের পতাকা তুলে নিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থে রাজনীতিতে আসিনি। সমাজ, দেশ, রাজ্য সুস্থ থাকুক এটাই আমাদের চাওয়া। মানুষ ক্যারিয়ার গড়ায় এত ব্যস্ত যে দেশ গড়ার কাজে এগিয়ে আসছেন না কেউ। তাঁদের উদ্বুদ্ধ করতেই রাজনীতিতে আসা।
সাংবাদিক বৈঠক থেকে দলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ব্রাত্যর কটাক্ষ, জিতেন্দ্র হোক, ধর্মেন্দ্র হোক, যেই যান আমাদের কাছে অমিতাভ বচ্চন (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) আছেন।