AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: বাস্তুমতে এই ৭ নিয়ম মানলেই কেরিয়ারের শীর্ষে উঠবেন তরতরিয়ে, কর্মক্ষেত্রে আয় হবে হু হু করে

Career And Money: ভাগ্য ও কঠোর পরিশ্রমই যে কেরিয়ারের আসল চাবিকাঠি, তা এখন অবান্তর। কারণ অনেকেই রয়েছেন, যাঁরা দিনরাত খেটেও নিজের সঠিক পারিশ্রমিক পান না, সম্মান পান না, অর্থপ্রাপ্তিও ঘটে না। সৌভাগ্য অর্জন করতে নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন।

Vastu Tips: বাস্তুমতে এই ৭ নিয়ম মানলেই কেরিয়ারের শীর্ষে উঠবেন তরতরিয়ে, কর্মক্ষেত্রে আয় হবে হু হু করে
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 2:01 PM
Share

সফল কেরিয়ার গড়তে বর্তমানে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। তাই নারী-পুরুষ নির্বিশেষে সকলের কাছেই এই কেরিয়ার বস্তুটিই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠেছে। ভাল কেরিয়ার আর মোটা টাকার মাইনে আধুনিক কালে সবচেয়ে প্রয়োজনীয় ও আকাঙ্খিত জিনিস। তার জন্য মানসিক ও শারীরিক চাপ তো রয়েছেই। চাকরি চাকরি করলেই তো আর চাকরি মেলে না। চাকরির জন্য হাপিত্যেস করে বসে রয়েছে বহুজন। আর চাকরি পাওয়ার পরও যে সকলে আরাম ও বিলাসে রয়েছেন, তাও বলা চলে না। কারণ চাকরি ক্ষেত্রে অসম্ভব কঠিন একটি লড়াই, প্রতিযোগিতায় আঁকড়ে ধরে পদোন্নতি ও সাফল্য পেতে চান সকলে।

ভাগ্য ও কঠোর পরিশ্রমই যে কেরিয়ারের আসল চাবিকাঠি, তা এখন অবান্তর। কারণ অনেকেই রয়েছেন, যাঁরা দিনরাত খেটেও নিজের সঠিক পারিশ্রমিক পান না, সম্মান পান না, অর্থপ্রাপ্তিও ঘটে না। সৌভাগ্য অর্জন করতে নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন। ভাগ্যকে সঠিক পথে চালিত করতে বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। বাড়িতে তো বটেই, অফিসেও মেনে চলতে হবে বেশ কিছু বাস্তু নিয়ম।

সফল কেরিয়ারের জন্য বাস্তু টিপস:

– উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে অফিসের কাজে বসুন। যদি ম্যানেজার বা সংস্থার মালিক হন তাহলে পছন্দের ঘর দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত। আর যদি আপনি পড়ুয়া বা চাকরির সন্ধানে থআকেন, তাহলে পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে ঘর ব্যবহার করতে পারেন। নতুন কর্মজীবনের সুযোগ পাওয়ার জন্য উত্তর দিক ভালো।

– জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের জন্য পূর্ব দিক শুভ।একাগ্রতা ও সংকল্পের জন্য উত্তর-পূর্ব দিক ভালো।

-দরকারি গ্যাজেটস বা ল্যাপটপ ফোন, চার্জার এবং আইপ্যাডগুলি দক্ষিণ-পূর্ব দিকে রাখুন৷

– ডেস্কের মধ্যে যদি প্রাকৃতিক গাছপালা এবং ফুল রাখতে চান, তাহলে দক্ষিণ-পূর্ব দিকে রাখতে পারেন। কর্মজীবনে বাড়তি এনার্জি পেতে একই দিকে সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন।

– কাজের ডেস্কের কাছে একটি খোলা জায়গা রাখার চেষ্টা করুন , তাতে শৃঙ্খলপরায়ণ ও সুসংগঠিত হওয়া উচিত।